২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

একই ফ্রেমে দুই তানিয়া

-

একজন তানিয়া আহমেদ অন্যজন তানিয়া হোসেইন। তানিয়া আহমেদের নিজস্ব পরিচিতি হলো তিনি দেশ সেরা একজন মডেল, অভিনেত্রী। সেই সাথে একজন নন্দিত উপস্থাপিকা। অন্য দিকে তানিয়া হোসেইনের পরিচিতি হলো তিনি একজন দর্শকপ্রিয় অভিনেত্রী, মডেল ও উপস্থাপিকাও বটে। তানিয়া আহমেদের আরেকটা পরিচিতি হচ্ছে তিনি দেশের জীবন্ত কিংবদন্তি নায়ক সোহেল রানা, নায়ক রুবেলের ভাগ্নি। অন্য দিকে তানিয়া হোসেইনের আরেকটা পরিচিতি হচ্ছে তিনি দেশের খ্যাতনাম সঙ্গীতশিল্পী, সুর¯্রষ্টা বাপ্পা মজুমদারের স্ত্রী। তানিয়া আহমেদ কিংবা তানিয়া হোসেন-দু’জনই অভিনয়ে এবং উপস্থাপনায় অনবদ্য। তানিয়া আহমেদ বর্তমান সময়টায় উপস্থাপনা নিয়েই বেশি ব্যস্ত। অন্য দিকে তানিয়া হোসেইন সংসার জীবন নিয়েই বেশি ব্যস্ত এখন। একমাত্র মেয়েকে নিয়েই তার সময় কাটছে এখন সবচেয়ে বেশি। তানিয়া হোসেইনের এখন সময় কাটে একমাত্র আদরের মেয়ে পিয়েতা মজুমদারকে নিয়েই। তানিয়া আহমেদ ও তানিয়া হোসেইন দু’জনই একসঙ্গে এটিএন বাংলায় প্রচারিত ‘ঝলা ফুল’সহ আরো বেশ ক’টি নাটকে অভিনয় করেছেন। তানিয়া হোসেইন প্রসঙ্গে তানিয়া আহমেদ বলেন,‘ তানিয়া খুব মিষ্টি ও লক্ষ্মী একটি মেয়ে। এখন সংসার জীবন নিয়েই তানিয়া বেশি বস্ত। তার ভক্ত দর্শকেরা তাকে অভিনয়ে মিস করে, উপস্থাপনাতেও মিস করে। আমাদের প্রিয় বাপ্পার সহধর্মিণী। সংসার জীবনে তানিয়া ভালো আছে, সুখে আছে-এটাই আমাদের ভালোলাগা। আমার সঙ্গে দেশের বাইরে বেশ কয়েকটি নাটকের শুটিং করেছে তানিয়া। আমার সঙ্গেই থাকতো সারাক্ষন। আমাদের সময়টা দারুণ উপভোগ্য ছিলো। আমি সবসময় তানিয়ার জন্য দোয়া করি ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। পরিবার নিয়ে সুখে থাকে। সে দিন একটি অনুষ্ঠানে অনেক দিন পর দেখা হয়ে ভীষণ ভালো লেগেছে।’ তানিয়া হোসেইন বলেন, ‘দীর্ঘ দিন পর তানিয়া আপুর সঙ্গে দেখা হয়ে খুউব ভালোলেগেছে। সেই ছোট্টবেলা থেকেই কিন্তু তানিয়া আপুকে দেখে আসছি। এখনো কত্তো সুন্দর, পরিপাটি তানিয়া আপু। কিভাবে যে তিনি এটা মেইনটেই করেন-তিনিই জানেন। এটা একটা রহস্য। তানিয়া আপু ভীষণ কেয়ারিং এবং ভীষন দায়িত্বশীল একজন মানুষ। তার সঙ্গে কয়েকটি নাটকে কাজ করেই আমার এই উপলব্ধি।


আরো সংবাদ



premium cement