২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সম্মাননায় ভূষিত হচ্ছেন ফেরদৌস-পূর্ণিমা

সম্মাননায় ভূষিত হচ্ছেন ফেরদৌস-পূর্ণিমা -

আজ ২২ জানুয়ারি রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির ‘কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ-কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মুসলিম কালেকশন বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৯-২০-২১’। নিজ নিজ অঙ্গনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য চলচ্চিত্র , নাটক, সঙ্গীত, নৃত্য, বিজ্ঞাপন ও সাংবাদিকতায় বিভিন্ন শাখায় এই অ্যাওয়ার্ড দেয়া হবে। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে তিন বছরের একসাথে এই অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে একই মঞ্চে একসাথে বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌস আহমেদ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা মিষ্টি মেয়ে পূর্ণিমা। দু’জনই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সম্মাননা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। ফেরদৌস বলেন, ‘বাবিসাসের সভাপতি আবুল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক মুসলিম ঢালীসহ অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক দুলাল খান এবং সদস্য সচিব অভি মঈনুদ্দীনের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাকে এমন একটি সম্মাননায় ভূষিত করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য। নিশ্চয়ই যেকোনো সম্মাননা একজন শিল্পীর জন্য অনেক বড় আনন্দের, গর্বের। আমি বাবিসাস পরিবারের সবার প্রতি এবং আমার দর্শকের প্রতি আন্তরিক ভালোবাসা জানাই।’ পূর্ণিমা বলেন, ‘ধন্যবাদ আয়োজকদের আমাকে চূড়ান্তভাবে নির্বাচিত করার জন্য। আরো যারা সম্মাননা পাবেন তাদের জন্য শুভকামনা রইল।’ বাবিসাসের সভাপতি আবুল হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক মুসলিম ঢালী জানান, এবারের অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায় এবং এতে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি, বিশেষ অতিথি থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন এমপি, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব, এমপি, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, পিনিটি ইন্টারন্যাশনালের (ম্যাক্স ব্যাগ) পরিচালক মোহাম্মদ আকরাম খান ও নাগরিক ঢাকার সভাপতি এম নাঈম হোসেন।

 


আরো সংবাদ



premium cement