২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নতুন বছরে নতুন চমক নিয়ে : কাজী সোমা

নতুন বছরে নতুন চমক নিয়ে : কাজী সোমা -

‘বাবুয়া বাবুয়া’খ্যাত সঙ্গীতশিল্পী কাজী সোমার গেল বছরটা বেশ ভালোভাবেই কেটেছে। ‘বাবুয়া বাবুয়া’ গানটির জনপ্রিয়তার কারণে যখন স্টেজ মৌসুম শুরু হলো তখন তিনি ঢাকা এবং ঢাকার বাইরে বেশ কয়েকটি স্টেজশোতে ডাক পান। যে কারণে গেল বছরের শেষটা এবং চলতি বছরের শুরুটা তার জন্য ছিল বেশ ভালো সময়ের। এ জন্য কাজী সোমা এই মুহূর্তে আছেন বেশ খোশ মেজাজে। করোনার কারণে দীর্ঘদিন স্টেজশো বন্ধ থাকায় বেশ মন খারাপও ছিল তার। আবার মৌসুম শুরু হয়েও করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে ধীরে ধীরে সব ধরনের স্টেজশো বন্ধে নিষেধাজ্ঞা আসায় ভীষণ মন খারাপও হলো কাজী সোমার। তবে ২০২২ যদি ওমিক্রনের দখল শেষে আবারো সুন্দর সময় আসে, তবে কাজী সোমার ইচ্ছে আছে আরো ভালো কয়েকটি মৌলিক গান করার। এ জন্য এরই মধ্যে তিনি গানগুলো নিয়ে সব ধরনের পরিকল্পনাও শেষ করেছেন। কাজী সোমা বলেন, ‘সাধারণত স্টেজশোতে আমি শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাডামের গান পরিবেশন করি। তাদের গান গাইতেই আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার কাছে মনে হয় প্রজন্মের পর প্রজন্ম তাদের গানগুলো পৌঁছে দেয়াও আমাদের দায়িত্ব। যে কারণে স্টেজে তাদের গানগুলো গেয়ে গানগুলোকে বাঁচিয়ে রাখাও আমাদেরই দায়িত্ব। যে কারণে তাদের গানের প্রতি আমার ভালোলাগা এবং গানগুলো প্রজন্মের পর প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে স্টেজশোতে আমিসহ বলা যায় এই প্রজন্মের সব শিল্পীই তাদের গান পরিবেশন করেন। তবে আমার নিজেরও কিছু ভালো মৌলিক গান থাকার প্রয়োজন, সবার মতো আমিও চাই আমি চলে যাবার পর যেন গানে গানে আমারও অস্তিত্ব থেকে যায়। এ কারণেই এ বছর বেশ কয়েকটি মৌলিক গান প্রকাশের ইচ্ছে আছে। আর আজ আমার জন্মদিন, সবাই আমার জন্য দোয়া করবেন।’ কাজী সোমার একমাত্র স্বপ্ন, তার ছেলে স্বপ্নকে মানুষের মতো মানুষ করা। যে কারণে তিনি গানের ভুবনে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তার এই কষ্ট ছেলে বুঝলেই তিনি সার্থক। উল্লেখ্য, ‘বাবুয়া বাবুয়া’ গানটি লিখেছেন, সুর করেছেন অনিক সাহান।


আরো সংবাদ



premium cement
কুলাউড়ায় জঙ্গল থেকে তরুণীর লাশ উদ্ধার ঈদগাঁওতে মাদককারবারি গ্রেফতার শিক্ষায় ব্যাঘাত : ফেসবুক-টিকটক-ইনস্টাগ্রাম-স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে ২৯০ কোটি ডলারের মামলা আমতলীতে কিশোরীকে অপহরণ শেষে গণধর্ষণ, গ্রেফতার ৩ মহানবীকে কটূক্তির প্রতিবাদে লালমোহনে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রিমিয়া সাগরে বিধ্বস্ত হলো রুশ সামরিক বিমান জর্ডান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশী বিচারক এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর

সকল