২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মুনার গান ‘কিছু আবছা হাওয়া প্রহর’

-

মুনা রহমান, কুমিল্লার মেয়ে। ছোটবেলা থেকেই গান শিখছেন। মা সুরাইয়া ইসলামের আগ্রহেই মূলত মুনার গান শেখা। এখনো শখের বশে গান করছেন। আর তা করতে করতেই এরই মধ্যে প্রকাশিত হয়ে গেলো মুনার প্রথম মৌলিক গান। নাম ‘কিছু আবছা হাওয়া প্রহর’। গানটি লিখেছেন শাখাওয়াত হোসেন মারুফ এবং সুর-সঙ্গীত পরিচালনা করেছেন ইউসুফ আহমেদ খান, সঙ্গীতায়োজন করেছে সাউ-হ্যাকার। ইউসুফ আহমেদ খানের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ওয়াই বিটস’-এ গানটি গতকাল প্রকাশিত হয়েছে। এর আগে মুনা শহীদুজ্জামান স্বপনের লেখা ও সুরে ‘কতোটুকু অশ্রুতে’ গানটি গেয়েছিলেন। গাওয়ার দিক দিয়ে বিবেচনা করলে এটি তার প্রথম মৌলিক গান। কিন্তু শ্রোতা দর্শকের কাছে প্রথম মৌলিক গান হিসেবে বিবেচিত হবে ‘কিছু আবছা হাওয়া প্রহর’ গানটি। কারণ এ গানটিই প্রথম প্রকাশ্যে এলো। ‘কিছু আবছা হাওয়া প্রহর’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মেধাবী সিনেমাটোগ্রাফার পার্বত রায়হান। নিজের প্রথম প্রকাশিত মৌলিক গান প্রসঙ্গে মুনা রহমান বলেন, ‘গানের কথা, সুর, সঙ্গীতায়োজন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এক কথায় অসাধারণ। গানের কথা যেমন তার সাথে সঙ্গতি রেখেই সুর সঙ্গীতায়োজন করা হয়েছে। আমার প্রথম মৌলিক গান হিসেবে আমি সন্তুষ্ট। শ্রোতাদের কাছে আহ্বান থাকলো গানটি শোনার জন্য এবং তাদের অভিমত জানানোর জন্য। সত্যি বলতে কী স্বপ্ন হলো গানটা করে যেতে চাই। আর ক’দিন পরেই অর্থাৎ আগামী ১৭ জানুয়ারি মুনার জন্মদিন। মুনার বাবা মো: নূরুল ইসলাম, তার ছোট দুই ভাই অপু ও তপু। একমাত্র মেয়ে সাদিয়া রহমান মিমও মা মুনা রহমানের সঙ্গে একটি রবীন্দ্রসঙ্গীতে কণ্ঠ দিয়েছেন। গানটি হলো ‘ভালোবেসে সখি নিভৃত যতনে’। এই গানটিও শিগগিরই প্রকাশ পাবে। খুউব ছোটবেলায় মুনা কার কাছে তালিম নিয়েছিলেন সেটা এখন আর মনে নেই। তবে ওয়াজেদুল ফারুকের কাছে বিশ বছর এবং পরবর্তীতে ওস্তাদ ইয়াকুব আলী খানের কাছে পাঁচ বছর উচ্চাঙ্গ সঙ্গীত ও নজরুল সঙ্গীতে তালিম নেন। মুনা রহমান ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুলে বেশ কয়েক বছর শিক্ষকতাও করেছেন।


আরো সংবাদ



premium cement
যেসব এলাকায় রোববার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে পলাশ প্রেসক্লাবের সভাপতি মনা, সম্পাদক রনি তীব্র গরমে আইনজীবীদের গাউন পরতে হবে না বগুড়া পশ্চিম সাংগঠনিক জেলা জামায়াতের উদ্যোগে ভার্চুয়ালি রুকন সম্মেলন অনুষ্ঠিত তেঁতুলিয়া নদীর তীরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার নওগাঁ সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত বান্দরবানে কেএনএফের তৎপরতার প্রতিবাদে ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পেনশন স্কিম পুরোপুরি বাস্তবায়িত হলে দেশে বৃদ্ধাশ্রম থাকবে না : ডিসি নারায়ণগঞ্জ চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ফরিদপুরে সেদিন কী ঘটেছিল : বিবিসির প্রতিবেদন ইসরাইলের কাছে ১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

সকল