১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

গানের ভুবনেও নন্দিত তারা

গানের ভুবনেও নন্দিত তারা -

একজন অণিমা রায়, অন্যজন প্রিয়াঙ্কা গোপ। শতবর্ষ বয়সী ঢাকা বিশ^বিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক প্রিয়াঙ্কা গোপ। অন্য দিকে, ২০০৫ সালে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়া জগন্নাথ বিশ^বিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক অণিমা রায়। অণিমা রায় একজন নন্দিত রবীন্দ্র সঙ্গীতশিল্পী, রবীন্দ্র সঙ্গীতই তার ধ্যান-জ্ঞান। অন্য দিকে, প্রিয়াঙ্কা গোপ বিশেষত শাস্ত্রীয় সঙ্গীতে পারদর্শী। পাশাপাশি অন্যান্য গানেও নন্দিত সঙ্গীতশিল্পী তিনি। প্রিয়াঙ্কা গোপ ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। অন্য দিকে, অণিমা রায় ২০১৩ সালে সঙ্গীত বিভাগে (তখন নাট্যকলা ও সঙ্গীত বিভাগ ছিল) যোগ দেন। অণিমা রায়ই সঙ্গীত বিভাগ থেকে প্রথম নিযুক্ত বিভাগীয় চেয়ারম্যান। প্রিয়াঙ্কা গোপ, অণিমা রায় দু’জনই ২০১৫ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। গত বৃহস্পতিবার এশিয়ান টিভির রাতের সরাসরি অনুষ্ঠানে গানে গানে মুগ্ধতা ছড়ালেন প্রিয়াঙ্কা গোপ। অন্য দিকে, অণিমা রায় গতকাল সকালে চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন, মুগ্ধ হয়েছেন শ্রোতা দর্শক। বিশ^বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি অণিমা রায়ের ‘সুর বিহার’ নামের একটি সঙ্গীত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে যা চালু করেছেন তিনি ২০০৫ সালে। এর আগে গান নিয়ে অণিমা রায় ও প্রিয়াঙ্কা গোপের সাথে বিভিন্ন সময়ে কথা হলেও। বিশেষত শিক্ষকতা বিষয়ে এবারই তারা দু’জন প্রথম মুখোমুখি হলেন। শিক্ষকতা প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘বিশ^বিদ্যালয়ে কিংবা সুরবিহারে শিক্ষকতা বিষয়টি আমি ভীষণ আনন্দ নিয়ে উপভোগ করি। তবে যখন আমি বিশ^বিদ্যালয়ের শিক্ষক তখন আমি সুরবিহারের কথা ভুলে যাই। বিশ^বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীকে নিজের সন্তানের মতোই আগলে রাখার চেষ্টা করি। আমি মনে করি, ওরাই আমার সব। আর যখন আমি সুরবিহারে যাই- তখন আমার কাছে মনে হয় এটা আমার সেই প্রতিষ্ঠান যাকে ঘিরে আমি আমার স্বপ্নগুলো বুনতে শুরু করেছিলাম। এখানে চার বছর বয়স থেকে ৬০ বছরের গানপ্রেমী শিক্ষার্থী আসেন। যতটা আনন্দ দিয়ে গান শেখানো যায়- সবই চেষ্টা থাকে আমার।


আরো সংবাদ



premium cement
রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’ ইরানের সাথে ‘উঁচু দরের জুয়া খেলছে’ ইসরাইল! অসুস্থ নেতাকর্মীদের পাশে সালাম-মজনু গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

সকল