১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নেপালে আন্তর্জাতিক সম্মাননায় স্বপ্নীল সজীব

নেপালে আন্তর্জাতিক সম্মাননায় স্বপ্নীল সজীব -

স্বপ্নীল সজীব, বাংলাদেশে এই প্রজন্মের শিল্পীদের মধ্যে রবীন্দ্রসঙ্গীতকে যে শিল্পী মনে-প্রাণে লালন করেন এবং রবীন্দ্রসঙ্গীত নিয়েই তার যত ভাবনা। অথচ চ্যানেল আই আয়োজিত ‘নব গান নব প্রাণ’ প্রতিযোগিতায় তিনি শুধু চূড়ান্ত তালিকায় ছিলেন। তার চেয়ে যারা এগিয়ে ছিলেন তারা কেউই তাকে ছাপিয়ে যেতে পারেনি। অনেকে আবার হারিয়েও গেছেন। স্বপ্নীল সজীবের ধ্যান, জ্ঞান, অধ্যবসায় সবই ছিল গানকে ঘিরে, বিশেষত রবীন্দ্রসঙ্গীতকে ঘিরে। যে কারণে স্বপ্নীল সজীব নিজেকে রবীন্দ্রসঙ্গীতে একজন আস্থাভাজন শিল্পীতে পরিণত করতে পেরেছেন। অবশ্য ছোটবেলা থেকেই রবীন্দ্রসঙ্গীতের প্রতি ছিল তার অদম্য ভালোবাসা। ছোটবেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও জাতীয় শিশু প্রতিযোগিতায় রবীন্দ্রসঙ্গীতে দুইবার এবং ফোক গানে দুইবার স্বর্ণপদকে ভূষিত হয়েছিলেন। গানে অবদানের স্বীকৃতিস্বরূপ স্বপ্নীল সজীব এর আগে আমেরিকা থেকে ‘বঙ্গ সম্মেলন সেরা বাঙালি’, ভারত থেকে ‘অনন্য কৃতী সম্মান’, লন্ডন থেকে এসি ফাউন্ডেশন অ্যাওয়ার্ড, মরক্কো থেকে ‘এক্সিলেন্সি অ্যাওয়ার্ড’, দুবাই থেকে ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড’, অস্ট্রেলিয়া থেকে ‘আইকনিক অ্যাওয়ার্ড’ ও কানাডা থেকে ‘কানাডা চেম্বার’স অব কমার্স অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে নিজের মেধার মূল্যায়নের স্বীকৃতিস্বরূপ স্বপ্নীল সজীব এবার নেপাল থেকে আন্তর্জাতিক সম্মাননায় আবারো ভূষিত হলেন। নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন থেকে বাংলাদেশের সঙ্গীতে বিশেষ অবদানের জন্য স্বপ্নীল সজীবকে আন্তর্জাতিক আইকনিক অ্যাওয়ার্ড-২০২১-এ ভূষিত করা হয়েছে । গত ২৯ নভেম্বর কাঠমান্ডুর নেপাল ট্যুরিজম বোর্ড অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. নারায়ণ খড়গা, বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরীসহ আরো অনেকে।


আরো সংবাদ



premium cement