২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মাসে ২২ দিন শুটিং করতে চাই না : শবনম ফারিয়া

-

পারভীন খুবই বুদ্ধিমতি। পুলিশের গোয়েন্দা শাখার এডিসি মাসুদ মুন্সির স্ত্রী। সংসার তো সামলায়ই স্বামীর কেসের ব্যাপারেও তার আগ্রহের কমতি নেই। মুন্সিকে অনেক কেস সমাধান করতে সাহায্য্র্র করে। ঢাকার এক সরকারি কর্মকর্তা হত্যাকান্ডের তদন্তে নেমেছে এই মাসুদ মুন্সি। চঞ্চল চৌধুরী পর্দার মাসুদ মুন্সি আর স্ত্রী পারভীন চরিত্রে আছেন শবনম ফারিয়া। প্রথম সিনেমা ’দেবী’র পর প্রথম ওয়েব ফিল্মেও সহকর্মী চঞ্চল। এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ফারিয়া, ’চঞ্চল ভাই কেমন অভিনেতা সেটা তো সবাই জানে। দুবার জাতীয় পুরস্কার পাওয়া অভিনেতা। সহ-অভিনেতা হিসেবে খুই হেল্পফুল, খুবই ডাউন টু আর্থ! তার সাথে টিভি নাটকও করেছি। সে কারণেই সিনেমার যে এক্সটা একটা প্রেশার বা ভয় থাকে, সেটা একটু কম লেগেছে। তাছাড়া তার মতো ভালো অভিনেতার সাতে কাজ করলে অভিনয় এমনিতেই ভালো হয়, এফোর্টও বেশি দিতে ইচ্ছা করে।’ প্রথমবার অমিতাভ রেজার পরিচালনায় অভিনয় করলেন। বললেন তাকে নিয়েও, ’অমিতাভ ভাইয়ের কাজ চমৎকার, গোছানো। দারুণ অভিজ্ঞতা, অনেক কিছু শেখা হলো।’ ’মুন্সিগিরি’ বিভিন্ন কারণে ফারিয়ার কাছে স্পেশাল। বলেন, ’প্রথম ছবি ’দেবী’র পর অফার পেয়েও আর ছবি করিনি। কারণ, মনে হয়নি সেগুলো করা উচিত। ’মুন্সিগিরি’ স্পেশাল মনে হয়েছে বলেই রাজি হয়েছি। পুরোপুরি ভিন্ন একটি প্রজেক্ট, আমাদের দেশে আগে এমন থ্রিলার হয়েছে কি না সন্দেহ, আমি দেখিনি। চরকিতে অলরেডি শিবুদার (শিবব্রত বর্মণ) লেখা সিরিজ ’উনলৌকি’ গেছে। মানুষ খুব পছন্দ করেছে। ’মুন্সিগিরি’ শিবুদার ’মৃতেরাও কথা বলে’ উপন্যাস থেকে। আরো দ’টি গল্প আছে। সামনে সেগুলোও আসবে। ’ছবিতে আছেন অভিনেত্রী পূর্ণিমাও। যদিও শুটিং সেটে পূর্ণিমার সাথে দেখা হয়নি ফারিয়ার, ’কারণ মুন্সির পারসোনাল লাইফে জড়িয়ে পারভীন আর সুরাইয়া (পূর্ণিমা অভিনীত চরিত্র) প্রফেশনাল লাইফে। মুন্সি একটি খুনের কেস সলভ করতে যায়, মৃতের স্ত্রী সুরাইয়া।’ আমাদের দেশে তারকাশিল্পীরা সাধারণত কোনো কাজ করার আগে অডিশন দিতে চান না। তবে ’মুন্সিগিরি’র জন্য অডিশন দিয়েছেন ফারিয়া। ফারিয়া বলেন, ’একটি দৃশ আমাকে করে দেখাতে হয়েছে। এরপরই আমাকে সিলেক্ট করা হয়। আমাকে যখন বলেছে অডিশন দিতে হবে, সাথে সাথে রাজি হয়ে যাই। কারণ একটা ভালো কাজের জন্য অডিশন দেয়া যেতেই পারে, আর অডিশন কাজেরই একটি অংশ।’ শুটিংয়ে খুব আরামেই ছিলেন। সকালে ঘুম থেকে উঠে খেয়েদেয়ে বেলা ২টার পর ক্যামেরার সামনে দাঁড়াতেন। একবার শুটিং শুরু হয়ে গেলে রাত ২টা-৩টা পর্যন্ত হতো। ওয়েবের আরেকটি কাজ আসছে ফারিয়ার। আগামী মাসেই বায়োস্কোপে প্রচারে আসার কথা মেহেদি হাসান টিংকুর ওয়েব সিরিজ ’টেক্কা’। ফারিয়ার সহশিল্পী তালিকায় আছেন শ্যামল মাওলা, সোহের ম-ল ও মৌসুমী হামিদ। এখানে ফারিয়া সাংবাদিকের চরিত্রে। বলার মতো আর কোনো প্রজেক্ট নেই ফারিয়ার। কথা চলছে ভালো কিছু প্রজেক্টে কাজের ব্যাপারে, চূড়ান্ত হওয়ার আগে সেসব নিয়ে বলতে চাচ্ছেন না। ’করোনার বিরতির পর কাজে ফিরে দেখলাম শুটিং ঠিকঠাক হচ্ছে না।


আরো সংবাদ



premium cement