২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

প্রচারে ’ইয়াং স্টার’

-

স্যাটেলাইট চ্যানেল আরটিভির আয়োজনে মিউজিক রিয়েলিটি শো ড্যানিস প্রেজেন্টস ’ইয়াং স্টার’ –এর স্টুডিও অডিশনের টানা রেকর্ডিং চিল গত ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর। সোহগ মাসুদের প্রয়োজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শোতে অংশগ্রহণের জন্য সারা দেশের পাশাপাশি বিশে^র বিভিন্ন দেশ থেকে হাজার হাজার প্রতিযোগী আবেদন করেন। এর মধ্যে থেকে নিয়ম অনুযায়ী মোট পাঁচ হাজার প্রতিযোগীর গান রেজিস্টেশনের জন্য নেয়া হয়। পরবর্তীতে স্টুডিও অডিশন রাউন্ডের জন্য ১৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়। তিন বিচারক যাচাই-বাছাই করবেন। স্টুডিও অডিশনের পর্বগুলোই গত ২৩ নভেম্বর থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টায় আরটিভির পর্দায় প্রচার হবে। ’গলা ছেড়ে গাও এই স্লোগানে রিয়েলিটি শোর বিচারক হিসেবে কাজ করছেন ইবরার টিপু, প্রতীক হাসান ও পরড়ী। শোর টাইটেল সং লিখেছেন এ মিজান এবং সুর সঙ্গীত করেছেন ইবরার টিপু। রিয়েলিটি শোর উপস্থাপনা করেছেন ইমতু রাতিশ ও রুহানী লাবণ্য। অনুষ্ঠানটি আরটিভি প্লাস ও আরটিভি রিয়েলিটি শোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে। ’ইয়াং স্টার’ প্রসঙ্গে বিচারক ইবরার টিপু বলেন, ’এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে ছোট ছোট শিশুরা তাদের স্পপ্নটা দেখা শুরু করতে পারে এই যে তারা আরটিভি উয়াং স্টার-এত বড় একটি প্লাটফরমে স্বপ্ন নিয়ে আসছে, এটা আমি মনে করি তাদের জন্য একটি যুগান্তকারী সুযোগ সৃষ্টি করে দিয়েছে আরটিভি। আমি খুবই উচ্ছ্বসিত এ কারণেই যে, গানে আমাদের অনেক সম্ভবনাময় ছেলেমেয়ে রয়েছে, তারা চাইলেই আগামীতে নিঃসন্দেহে ভালো অবস্থান সৃষ্টি করে নিতে পারবে।’ প্রতীক হাসান বলেন, ’বিচারক হিসেবে আমার প্রথম পথচলা, যে কারণে নতুন অভিজ্ঞতা। সবচেয়ে বড় বিষয় হলো-যে ধরনের কণ্ঠ আমরা পাচ্ছি, তাতে সত্যিই আমরা ভীষণ আশাবাদী। ইয়ং স্টার’ ভিন্ন ধরনের মাত্রা যোগ করবে মূলত এতে অংশগ্রহণকারী’। পড়শী বলেন, ’যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে অনেকেই ভালো করেন, কিন্তু এর মধ্যে থেকেও আমরা সবচেয়ে ভালো যিনি বা যারা গান করছেণ’ তাদের খুঁজে বের করার চেষ্টা করেছি। অনেকের জন্য খারাজ লাগছে। তারপরও আবেগটা পাশ কাটিয়ে সত্যিকারের মেধাবী শিল্পিদের আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করছি।
বিচারক হিসেবে আমার প্রথম পথচলা-এটাও আমার জন্য অনেক বড় প্রাপ্তি। ধন্যবাদ আরটিভি কর্তৃপক্ষকে। আরেকটি কথা না বললেই নয়, ১৩ বছর আগে ক্ষুদে গানরাজে ক্যাম্প রাউন্ড পর্যন্ত আমি একজনকে পেয়েছিলাম। তাকে ১৩ বছর পর আমি ইয়াইং স্টারে পয়েছে প্রতিযোগী হিসেবে, পরিস্থিতিটা আমার জন্য খুব আবেদময় ছিল।’ উপস্থাপক ইমতু রাতিশ বলেন, ’এমন একটি বড় প্লাটফর্মের রিয়েলিটি শোর অংশ হতে পেরে ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ সোহাগ মাসুদ ভাইকে।’ রুহানী লাবণ্য বলেন, ’নিঃসন্দেহে আমার জন্য এমন একটি বড় পরিসরের রিয়েলিটি শোর উপস্থাপনা করে ভীষণ ভালো লাগছে। আমরা এরই মধ্যে সবাই মিলে একটি পরিবারের মতো হয়ে গেছি। এখান থেকেই আশা করছি সত্যিকারের মেধাবী শিল্পিরা বেরিয়ে আসবে। ধন্যবাদ আরটিভিকে।’


আরো সংবাদ



premium cement