২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নাটকে প্রথম শামীম-শাকিলা

নাটকে প্রথম শামীম-শাকিলা -

এই প্রজন্মের দর্শকের কাছে বেশ জনপ্রিয় ঝিনাইদহ ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট অভিনেতা শামীম হাসান সরকার। তরুণ দর্শকের কাছে শামীমের এক অন্যরকম গ্রহণযোগ্যতা রয়েছে। যে কারণে তার নতুন নতুন নাটকের প্রতিও রয়েছে তাদের বেশ আগ্রহ। শামীমও চেষ্টা করেন সময়ের গল্পে অভিনয় করে দর্শককে বিনোদিত করতে। অন্য দিকে, শাকিলা পারভীন বেশির ভাগ সময়ই ব্যস্ত থাকেন মিউজিক ভিডিওর কাজ নিয়ে। মিউজিক ভিডিওতে একজন মডেল হিসেবে কাজ করে তিনিও হয়ে উঠেছেন বেশ জনপ্রিয়। এবারই প্রথম শামীম হাসান সরকার ও শাকিলা পারভীন একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘মলম পার্টি’। নাটকটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। এরই মধ্যে রাজধানীর উত্তরার বালুরমাঠসহ বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শামীম হাসান সরকার বলেন, ‘শাকিলা ভালো অভিনয় করে। তার সাথে এটি আমার প্রথম কাজ ছিল। আমরা চেষ্টা করেছি গল্পটিকে ফুটিয়ে তোলার। নাটকে আমি জসীম চরিত্রে অভিনয় করেছি।’ শাকিলা পারভীন বলেন, ‘নাটকে আমি নূপুর চরিত্রে অভিনয় করেছি। শামীম ভাইয়ের সাথে এটি আমার প্রথম নাটক। গল্পটা একটু ডিফরেন্ট। যে কারণে কাজটা করতে গিয়েও বেশ ভালোলাগা কাজ করেছে। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে। আর আমি ভালো গল্প ও চরিত্র পেলে নাটকেও নিয়মিত কাজ করতে চাই।’ এরই মধ্যে শামীম হাসান সরকার শেষ করেছেন সেতু আরিফের পরিচালনায় ‘মেকাপম্যানের বউ’ নাটকের কাজ শেষ করেছেন। এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে মাহতিমের নতুন গান ‘তবও দেখা হোক’। এতে মডেল হিসেবে কাজ করেছেন শাকিলা পারভীন।


আরো সংবাদ



premium cement
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান সাজেকে পাহাড়ি খাদে পড়ে মাহিন্দ্রচালক নিহত

সকল