১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

দর্শকদের কাছে থাকতে শাবনূরের নতুন উদ্যোগ

-

সেই নব্বইয়ের দশক থেকে সিনেমায় অভিনয় করছেন শাবনূর। শাবানা, ববিতা পরববর্তী প্রজন্মে তার মতো জনপ্রিয়তা আর কেউ পাননি। একটা সময় সিনেমায় শাবনূর নাম থাকলেই ‘হিট’ তকমা পেত। এ কারণেই বাংলাদেশের সিনেমার উজ্জ্বল নক্ষত্র হয়ে কোটি কোটি দর্শকের প্রিয় নায়িকা তিনি। অভিনয় জীবনের শুরু থেকেই শাবনূর এক রহস্যের নাম। তার অভিনয় জীবনের বাইরে তার ব্যক্তি জীবন নিয়েও তার ভক্ত দর্শকের মধ্যে সবসময়ই কৌতূহল ছিল। সেই কৌতূহলের ধারাবাহিকতা এখনো রয়ে গেছে। অনেক ভক্ত দর্শক প্রতিনিয়ত শাবনূরের আপডেট জানার জন্যও সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগ করেন। ভক্তদের কথা চিন্তা করেই শাবনূর এবার নিজের নামেই একটি ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করলেন। চ্যানেলের নাম ‘শাবনূর’। গত ১৪ সেপ্টেম্বর শাবনূর তার অফিসিয়াল ফ্যান ক্লাব শাবনূর অফিসিয়াল ফ্যান ক্লাবের পেজ থেকে এই ইউটিউব চ্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি বলেন, ‘ভক্ত দর্শকের কথা ভাবনায় রেখেই অনেক দেরিতে হলেও আমি আমার ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করেছি। অনেকেই অবশ্য নানান সময়ে আমাকে অনুপ্রাণিত করেছে। যে কারণে ইউটিউব চ্যানেলটি করেছি। আমি ভক্তদের মনে থাকতে চাই, তাদের পাশে রাখতে চাই, তাদের ভালোবাসা পেতে চাই। আশা করছি সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।’
শাবনূর বলেন, ‘আমার ক্যারিয়ারজুড়ে ভক্তদের ভালোবাসা পেয়ে এসেছি। প্রেক্ষাগৃহে আমার সিনেমা গেলেই দর্শক ভিড় করতেন। কিন্তু এখন সময় পরিবর্তন হয়েছে। দেশে আগের মতো সিনেমা নির্মাণ হচ্ছে না। তার উপর করোনা এসে সিনেমা হলগুলোও বন্ধ করে দিয়েছে। আমরা যখন কাজ শুরু করি তখন একটি সিনেমা মুক্তি পেত প্রায় ১৫ শ’ সিনেমা হলে। কিন্তু এখন সেই সংখ্যা দেড় শ’তে এসে পৌঁছেছে বলে শুনেছি। এই অবস্থায় সিনেমার অবস্থা আরো খারাপ হবে এটাই স্বাভাবিক। কারণ এত অল্প সংখ্যক সিনেমা হলে বিনোয়োগ করে কোনো প্রযোজকই বিপদে পড়তে চাইবেন না। আপাতত সিনেমায় ফিরতে পারব বলেও মনে হচ্ছে না। তাই দর্শকদের সাথে থাকার জন্য আমার ইউটিউব প্লাটফর্ম।’
নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী বলেন, ‘যেকোনোভাবেই হোক দর্শকদের সাথে কানেক্ট থাকতে চাই। যে দর্শকরা আমাকে শাবনূর বানিয়েছেন তাদের কাছ থেকে আলাদা থাকতে খারাপ লাগে। তাই আমি চেষ্টা করব ইউটিউবে তাদের পছন্দের কিছু কন্টেন্ট রাখতে। আর অবশ্যই দর্শকদের কমেন্টসের ওপর ভিত্তি করে আমার পরবর্তী কার্যক্রম এগোবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’
সিনেমা হলে নতুন সিনেমা নেই শাবনূরের। কিন্তু তারপরও শাবনূরের সিনেমা প্রতিনিয়তই দেখছেন তার ভক্ত দর্শকরা। হয় কোনো চ্যানেলে নতুবা ইউটিউবে ভালোলাগার সিনেমার নাম সার্চ দিয়ে শাবনূর ভক্ত দর্শকরা এখনো প্রতিনিয়ত তার সিনেমা দেখছেন। শাবনূরের সময়কালে শাবনূরের জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারেনি অন্য কোনো নায়িকা। চরিত্রানুযায়ী তার দুর্দান্ত অভিনয় দর্শককে এতটাই মুগ্ধ করেছিল যে, সেই রেশ এখনো দর্শকের মধ্যে রয়ে গেছে। কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক এহতেশামের হাত ধরেই ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে শাবনূরের অভিষেক হয়। এমবি ফিল্মস লিমিটেড প্রযোজিত আজিজ মোহাম্মদ ভাই নিবেদিত এই চলচ্চিত্রে শাবনূরের বিপরীতে অভিনয় করেন শাব্বীর। তবে জহিরুল হকের ‘তুমি আমার’ চলচ্চিত্রে সালমান শাহের সাথে জুটিবদ্ধ হয়ে অভিনয় করে সালমান-শাবনূর জুটির শুভারম্ভ হয়। এরপর এই জুটি বহু জনপ্রিয় সিনেমা দর্শককে উপহার দিয়েছেন। বাংলাদেশের সিনেমার অন্যতম রোমান্টিক জুটি হিসেবেও আখ্যা পেয়েছে সালমান-শাবনূর জুটি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৫ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। শাবনূর বর্তমানে তার একমাত্র ছেলে আইজেনকে নিয়ে অস্ট্র্রেলিয়াতে আছেন। তার অভিনীত সর্বশেষ সিনেমা হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘এত প্রেমে এত মায়া’।

 


আরো সংবাদ



premium cement
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২

সকল