২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

‘আছো তুমি অন্তরে’তে তানভীন সুইটি

-

আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণের এই দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এরই মধ্যে দেশের বিভিন্ন চ্যানেল নাটক নির্মাণের কাজও শুরু করেছে। সেই ধারাবাহিকতায় পিছিয়ে নেই বাংলাদেশ বেতারও। বাংলাদেশ বেতারে এরই মধ্যে শোক দিবসের বিশেষ নাটক ‘আছো তুমি অন্তরে’ নাটকের রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। নাটকটি রচনা করেছেন মোস্তফা মোহাম্মদ আব্দুর রব। নাটকটি পরিচালনা করছেন মনোজ সেনগুপ্ত। এরই মধ্যে সুইটি গেলো ১ আগস্ট অর্থাৎ শোকের মাসের প্রথম দিনে নাটকটির রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন। এই সময় আরো উপস্থিত ছিলেন অভিনেত্রী তরু মোস্তফা, আরমান পারভেজ মুরাদসহ আরো অনেকে। উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের আরো অনেকে। বিভিন্ন টেলিভিশনের পাশাপাশি বাংলাদেশ বেতারও এখন বিশেষ বিশেষ দিবসগুলোতে নাটক নির্মাণের প্রতি বিশেষ দৃষ্টি রাখছে। শোক দিবসের জন্য রেকর্ডিং সম্পন্ন হওয়া ‘আছো তুমি অন্তরে’ নাটকের সাথে সম্পৃক্ত থাকতে পেরে বেশ উচ্ছ্বসিত তানভীন সুইটি। এ দিকে সারা দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় অন্য অনেকের মতোই সুইটি বেশি শঙ্কিত। গত রোববার তিনি জরুরি কাজে বাসার বাইরে থেকে বের হয়েছিলেন। কিন্তু বাসার বাইরে বের হওয়ার পর সুইটি তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘জরুরি কাজেই বাসা থেকে বাইরে বের হয়েছিলাম, বের হয়ে মনটা খুব খারাপ হয়ে গেলো। কারণ প্রচুর অ্যাম্বুলেন্স আর লাশবাহী গাড়ি রাস্তায়। তাই আমি বিনীতভাবে সবাইকে অনুরোধ করছি, আপনি নিজে মুখে অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন। পরিবার সুস্থ থাকলেই আপনিও সুস্থ থাকবেন। সুস্থ থাকবে দেশ। দেশ, জাতি ও মানুষের নিরাপদের জন্য সবাই মাস্ক ব্যবহার করুন।’ এ দিকে গেলো ঈদে এনটিভিতে প্রচারিত হয়েছে সুইটি অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাথী’। এটি নির্মাণ করেছিলেন ময়ূখ বারী। এতে নাম ভূমিকায় অভিনয় করে সুইটি বেশ প্রশংসিত হয়েছিলেন। গেলো ঈদে সুইটি চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘বড় ভাবী’ শিরোনামে একটি নাটকেও অভিনয় করেছিলেন। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন খায়রুল বাসার। এ ছাড়া এরই মধ্যে তিনি তারিক আনাম খান ও নিমা রহমানের পরিচালনায় ‘গুলশান এভিনিউ টু’ ধারাবাহিক নাটকের কাজও শুরু করেছেন। এটি শিগগরিই বাংলাভিশনে প্রচার হবে।


আরো সংবাদ



premium cement
চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি বাগাতিপাড়ায় ইসতিসকার নামাজ পরিবর্তনশীল জলবায়ুর জন্য কাসাভা উপযুক্ত, হেক্টরপ্রতি ফলন ৩৫-৫০ টন : বাকৃবি অধ্যাপক বৃষ্টির জন্য হাকাকার, সাভারে ইসতিসকার নামাজ আদায় বরিশালে সালাতুল ইসতিসকার আদায় অর্ধ শতাব্দীতে ভ্যাকসিন সাড়ে ১৫ কোটি লোকের জীবন বাঁচিয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা আল্লাহর রহমত কামনায় সকলকে সিজদাহ অবনত হতে হবে-মাওলানা দেলোয়ার হোসাইন কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা ভাঙ্গায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় ফুলবাড়ীতে বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ

সকল