২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

অভিনয়ে নিয়মিত হওয়ার আগ্রহ

-

দীর্ঘদিন পর নাটকে অভিনয় করে বেশ সাড়া পাচ্ছেন দর্শকপ্রিয় নাট্যাভিনেতা জাহিদ হোসেন শোভন। গেলো ঈদে শোভন দুটি নাটকে অভিনয় করেছেন। বৈশাখী টিভিতে হানিফ রুবেল পরিচালিত সাত পর্বের ধারাবাহিক নাটক ‘বাগান বাড়ি’ ও এটিএন বাংলায় প্রচারিত খণ্ডনাটক সোহেলের ‘গোলমাল বেসামাল’ নাটকে অভিনয়ের জন্য সাড়া পাচ্ছেন তিনি। বিশেষত ‘বাগানবাড়ি’ নাটকে সুন্দর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করে বেশ সাড়া পাচ্ছেন। এ নাটকে অনবদ্য অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছেন তিনি। যে কারণে নির্মাতারাও তাকে নিয়ে নাটক নির্মাণে আগ্রহ প্রকাশ করছেন। শোভন জানান, এখন থেকে তিনি নিয়মিত নাটকে অভিনয় করবেন। সর্বশেষ তিনি একুশে টিভির অনুষ্ঠান প্রধান হিসেবে চাকরি করেছেন। কিন্তু এখন আর কোনো চাকরি করবেন না তিনি। শোভন বলেন, ‘বাগান বাড়ি’ নাটকে অভিনয়ের জন্য দেশ-বিদেশের দর্শকের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। গতকাল সকালেও দেশের বাইরে থেকে একজন ফোন করে এ নাটকে আমার অভিনয় করা চরিত্রটি নিয়ে বিশেষভাবে কথা বলেছেন। আমি নতুন করে অনুপ্রাণিত হচ্ছি। যে কারণে আমি এখন অভিনয়ে নিয়মিত হতে চাই। সত্যি বলতে কি, আমি কখনো টিভি নাটকে বা সিনেমায় নায়ক হতে চাইনি। আমার নাট্যগুরু মরহুম শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদী আমাকে একটা কথা বলতেন। তিনি বলতেন, অভিনেতা হওয়ার চেষ্টা করবে সবসময়। যে কারণে আমি সবসময়ই একজন অভিনেতাই হতে চেয়েছি। এই সময়ে বা এই বয়সে এসে আমার বয়সের সাথে মানায় এমন সব চরিত্রেই অভিনয় করার জন্য মানসিকভাবে পূর্ণ প্রস্তুত। আমার বিশ^াস, নির্মাতারা আমার ওপর আস্থা রাখতে পারবেন।’

 


আরো সংবাদ



premium cement