২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ভালো না লাগার শেষ-এ ফারহানা মিলি

-

সোমেন চন্দ, বাংলাদেশের নরসিংদীতে জন্ম নেয়া মার্ক্সবাদী সাহিত্য ও রাজনীতির সাথে যুক্ত হওয়া বাংলা সাহিত্যে প্রথম গণসাহিত্যে কাজ করা লেখক। যার নামে কলকাতা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রবর্তন করেছে। ১৯৪২ সালের ৮ মার্চ ঢাকার বুদ্ধিজীবী, লেখক প্রভৃতি শহরে এক ফ্যাসীবাদবিরোধী সম্মেলন আহ্বান করেন। সম্মেলন উপলক্ষে শহরে খুবই উত্তেজনা সৃষ্টি হয় এবং রাজনৈতিক মহল প্রায় তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে। সম্মেলনের দিন সকালে উদ্যোক্তাদের অন্যতম তরুণ সাহিত্যিক সোমেন চন্দ আততায়ীর হাতে নিহত হন। তিনিই বাংলার ফ্যাসীবাদী বিরোধী আন্দোলনের প্রথম শহীদ। সেই সোমেন চন্দের গল্প ‘ভালো না লাগার শেষ’-এর নাট্যরূপ করেছেন আবুল হায়াত। বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য নাটকটি নির্মাণ করেছেন মাসুদ চৌধুরী। জানা যায়, শিগগিরই নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে। নাটকের গল্পে রাত্রি চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী ফারহানা মিলি। আরো অভিনয় করেছেন আবুল হায়াত, সাহাদাৎ হোসেনসহ আরো অনেকে। নাটকে ফারহানা মিলির অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘মিলি আমাদের দর্শকনন্দিত সিনেমা মনপুরা’র নায়িকা। মিলি খুব ভালো অভিনয় করে। একটি মিষ্টি প্রেমের গল্পের নাটক এটি। নাটকটির নাট্যরূপ আমিই করেছি। আশা করছি ভালো লাগবে দর্শকের।’ ফারহানা মিলি বলেন, ‘এর আগে বাংলার ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের প্রথম শহীদ শ্রদ্ধেয় সোমেন চন্দের গল্পে আমার অভিনয় করা হয়ে উঠেনি। গল্পের নাট্যরূপ দিয়েছেন আমাদের কিংবদন্তি অভিনেতা হায়াত আঙ্কেল। কাজটি সব কিছু মিলিয়ে খুব ভালো হয়েছে। আশা করছি ভালো লাগবে দর্শকের।’ এ দিকে কিছুদিন আগে ফারহানা মিলি ও শাহেদ শরীফ খান সোহাগের পরিচালনায় একটি অনলাইন মার্কেট প্লেসের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। ফারহানা মিলি অভিনীত একমাত্র সিনেমা ‘মনপুরা’। যে সিনেমাতে অভিনয় করেই তিনি দর্শকের মন জয় করে নিয়েছেন। এতে তার বিপরীতে ছিলেন চঞ্চল চৌধুরী। এ দিকে দীর্ঘদিন পরে হলেও উপস্থাপনায় নাম লিখিয়েছেন ফারহানা মিলি। ‘দীপ্ত’ টিভিতে গেলো রমজান মাসে তারই উপস্থাপনায় প্রচার হয় এবং দর্শকপ্রিয়তা পায় ‘স্বাদের রান্না’ অনুষ্ঠানটি। মিলি বলেন, ‘২০২১ সালটা আমার জন্য নতুন একটি চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি আমি। অভিনয়ের বাইরে যেসব বিষয়ে আমার আগ্রহ আছে কিন্তু নানান কারণে করা হয়ে উঠেনি সেসব বিষয়ে নিজেকে নতুন করে আবার দেখতে চাই। সেলিম আল দীন স্যার আমাকে উপস্থাপনা করতে নিষেধ করেছিলেন, তিনি বলেছিলেন, তুই পারিস না, তোকে দিয়ে হবে না। তুই বরং অভিনয়টাই মনোযোগ দিয়ে কর। যে কারণে এত দিন উপস্থাপনা থেকে দূরে ছিলাম। কিন্তু স্বাদের রান্না অনুষ্ঠান উপস্থাপনা করে বেশ ভালো লাগছে।’


আরো সংবাদ



premium cement
ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার

সকল