২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ঈদে পলাশের ভালো থেকো প্রিয়তমা

-

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী পলাশের নতুন গান ‘ভালো থেকো প্রিয়তমা’ ঈদ উপলক্ষে প্রকাশ পাচ্ছে। গানটি লিখেছেন, সুর করেছেন ও সঙ্গীতায়োজন করেছেন তরুণ মুন্সী। পলাশ জানান গানটি দু-এক দিনের মধ্যেই সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। গানটি তৈরিতে কী বোর্ড বাজিয়েছেন সোহেল আজিজ, গিটার বাজিয়েছেন এবং বেকাপ ভয়েজে আছেন রাজীব হোসেইন, রিদম প্রোগ্রামিং করেছেন হাজী বাবু, মিক্স মাস্টার করেছেন জিয়াউল হাসান পিয়াল। কাজ হয়েছে স্টুডিও তানপুরায়। গানটি প্রসঙ্গে পলাশ বলেন, ‘তরুণ মুন্সীর সুরসঙ্গীতে এবারই আমার প্রথম গান করা। তরুণ মুন্সীকে সবাই চেনেন, জানেন। তার কথা ও সুরে নব্বই দশকের গানের ছোঁয়া আছে। যে কারণে আমি আশাবাদী গানটি নিয়ে। গানটি গত বছর করোনা শুরু হবার আগে করা হলেও সময় সুযোগ হলো এখন প্রকাশের। গানটি শোনার জন্য বিশেষ অনুরোধ রইল।’ পলাশের গাওয়া সর্বশেষ প্রকাশিত গান ‘অনুভূতি’, এটি গেল জানুয়ারিতে প্রকাশ হয়েছিল। গানটি লিখেছেন আহমেদ জালাল এবং সুর করেছেন তিতাস কাজী। গানটির সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। দেশের ঐতিহ্যবাহী একটি ব্যান্ড দলের নাম ‘অরবিট’। এই দলেরই ভোকালিস্ট ছিলেন পলাশ। ১৯৯১ সালে এই দলের হয়ে ‘লাল শাড়িরে’ গানটি গেয়ে ভীষণ জনপ্রিয়তা পেয়েছিলেন পলাশ। এককভাবে পলাশের প্রথম গানের অ্যালবাম ছিল ‘ইতি তুমি স্মৃতি’। পরে পলাশের আরো ৩৮টি একক অ্যালবাম প্রকাশিত হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘কাল তুমি আমারই ছিলে’, ‘তুমি ভুলে যেতে পারো’, ‘তুমি বড় স্বার্থপর’, ‘ভুল করেছি ভালোবেসে’, ‘মাটির ঘর’, ‘শ্যাম কালিয়া’।
পলাশের কণ্ঠে মাকে নিয়ে অনেক জনপ্রিয় একটি গান রয়েছে। গানটি হলো ‘মা, তুমি আমার আগে যেও না গো মরে’। গানটি লিখেছেন এবং সুর করেছেন মিল্টন খন্দকার। এ গানটিই পরে এফআই মানিক পরিচালিত ‘খোদার পরে মা’ সিনেমাতে শাকিব খানের লিপে দর্শক উপভোগ করেন। এই গানটির জন্যই পলাশ ও মিল্টন খন্দকার (গীতিকার হিসেবে) জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। খুলনার গাজীরহাটের ছেলে পলাশ। তার দুই মেয়ে মাইসা ও মিহান।

 


আরো সংবাদ



premium cement