২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

ঈদে মুক্তি পাচ্ছে ডিপজলের সৌভাগ্য

-

এবারের ঈদে মুক্তি পাচ্ছে ডিপজল ও মৌসুমী অভিনীত সিনেমা ‘সৌভাগ্য’। সিনেমাটি পরিচালনা করেছেন এফ আই মানিক। এতে আরো অভিনয় করেছেন কাজী মারুফ, তমা মির্জা, হাসান মাসুদ প্রমুখ। করোনাকালে কেন সিনেমা মুক্তি দিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন, ঈদ দর্শকের জন্য একটি বড় আনন্দ উৎসব। এ উৎসবে বিনোদনের বড় উপাদান সিনেমা দেখা। দর্শক আনন্দ নিয়ে সিনেমা দেখতে যাবে, এটাই আমাদের ঈদের অন্যতম একটি উপলক্ষ। করোনায় মানুষের মধ্যে আনন্দ নেই। মানুষকে একটু বিনোদন দেয়ার জন্যই সিনেমাটি মুক্তি দিচ্ছি। তিনি বলেন, ‘ইতোমধ্যে হলমালিকরা সিনেমাটি মুক্তি দিতে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের এই আগ্রহের কথা বিবেচনা করেই মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে এক্ষেত্রে তাদের শর্ত দিয়েছি, যাতে স্বাস্থ্যবিধি মেনে তারা দর্শকদের হলে প্রবেশ করার ব্যবস্থা নেন। তারা এ শর্ত মেনে নিয়েছেন।’ ডিপজল বলেন, ‘দীর্ঘদিন ধরে অনেক সিনেমা হল বন্ধ রয়েছে। মাসের পর মাস হলমালিকরা লোকসান দিচ্ছেন। ঈদ তাদের জন্য ব্যবসার সবচেয়ে বড় উৎসব। ইতোমধ্যে আমার সিনেমাটি মুক্তি উপলক্ষে অনেক সিনেমা হল খোলার প্রস্তুতি নিয়েছে। সিনেমাটি চালাতে তারা আগ্রহী। আমি মনে করি, স্বাস্থ্যবিধি মেনে সিনেমাটি চালিয়ে যদি হলমালিকরা লাভের মুখ দেখেন তবে তা ইন্ডাস্ট্রি সচলে ভূমিকা রাখবে। অন্য প্রযোজকরাও তাদের সিনেমা মুক্তি দিতে আগ্রহী হবেন। ডিপজল বলেন, ‘করোনা কবে যাবে তার নিশ্চয়তা নেই। এটা মেনে নিয়েই আমাদের চলতে হবে। বসে থাকলে হবে না। এ বিষয়টি উপলব্ধি করেই আমার সিনেমা মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর আমার সিনেমার প্রতি দর্শকের ব্যাপক আগ্রহ রয়েছে। আমি গল্পনির্ভর সিনেমা বানাই। দর্শক যাতে পয়সা খরচ করে একটি ভালো সিনেমা উপভোগ করতে পারে, এ বিষয়টি মাথায় রাখি। আমার দৃঢ় বিশ্বাস, সৌভাগ্য দেখে দর্শকের পয়সা উসুল হবে। তারা হতাশ হবেন না। আনন্দ নিয়ে সিনেমা হল থেকে বের হবেন। ডিপজল বলেন, ‘কাউকে না কাউকে করোনার এ সময়ে সিনেমা মুক্তি দেয়ার ঝুঁকি নিতে হবে। তা না হলে ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখা যাবে না। মাসের পর মাস ইন্ডাস্ট্রি বন্ধ থাকতে পারে না। বিষয়টি উপলব্ধি করেই সৌভাগ্য মুক্তি দিচ্ছি। পাশাপাশি ইতোমধ্যে নতুন এক ডজন সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছি। এর মধ্যে তিনটি সিনেমার কাজ শেষ হয়েছে। এগুলো পর্যায়ক্রমে মুক্তি দেয়া হবে। সিনেমা শিল্পকে চাঙ্গা করার জন্যই একের পর এক সিনেমা নির্মাণ করে যাচ্ছি।


আরো সংবাদ



premium cement
জিম্বাবুয়ে সিরিজের জন্য ক্যাম্পে ডাক পেলেন ১৭ ক্রিকেটার, নেই সাকিব-মোস্তাফিজ উত্তর গাজায় আবারো ইসরাইলের গোলাবর্ষণ ধামরাইয়ে তাপদাহে জনজীবন কাহিল, ডায়রিয়াসহ জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ মিয়ানমার থেকে দেশে ফিরছেন ১৭৩ বাংলাদেশী কেএনএফ সন্দেহে ছাত্রলীগ নেতাসহ কারাগারে ৭ স্থিতিশীল সরকার থাকায় দেশে উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল রাজশাহীর পদ্মায় গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু দুই ভাইকে পিটিয়ে হত্যা : ৫ ঘণ্টা অবরুদ্ধ ফরিদপুর-খুলনা মহাসড়ক দুমকিতে সরকারি নির্দেশনা অমান্য করে সভাপতির নির্দেশে ক্লাস চালু সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

সকল