২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন আলমগীর

-

বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়ক, প্রযোজক, পরিচালক আলমগীর করোনা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে গতকাল বুধবার বিকেলে নিজ বাসায় ফিরেছেন। এ তথ্য গতকালই আলমগীর নিজেই নিশ্চিত করেছেন। আলমগীর বলেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরেছি। তবে ডাক্তার বলেছেন, বাসায় আমাকে এ মুহূর্তে যথেষ্ট সচেতনতার মধ্যে থাকতে হবে। বাইরে খুব কম বের হতে হবে এবং যত বেশি পারা যায় বিশ্রামে থাকতে হবে। আমিও যথাসাধ্য চেষ্টা করব ডাক্তারের পরামর্শ মেনে চলতে। আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই যারা আমার জন্য দোয়া করেছেন, নানা মাধ্যমে আমার খোঁজ নিয়েছেন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।’ গত ১৮ এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ার পর রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হন আলমগীর। সেখানে অধ্যাপক ডা: রাশেদুল হাসান কনক, ডা: হুমায়ূন কবির কল্লোল ও ডা: তানজিনা হোসেনের তত্ত্বাবধানে আলমগীরের চিকিৎসা চলে। ২০১৯ সালে আজীবন সম্মাননাপ্রাপ্ত নায়ক আলমগীর সর্বশেষ ‘একটি সিনেমার গল্প’ নির্মাণ করেন। আগামীতেও তার সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে সব কিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির স্বাভাবিকতার ওপর। ১৯৫০ সালের ৩ এপ্রিল আলমগীরের জন্ম হয় রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজে। তার শৈশব ও যৌবন কেটেছে তেজগাঁও এলাকায়। নায়ক আলমগীর, আদ্যোপান্তই একজন সিনেমার মানুষ, একজন সিনেমাপ্রেমী মানুষ। শুধু অভিনয়ই যে করে গেছেন এমনটি নয়, অভিনয়ের পাশাপাশি একজন পেশাদার অভিনেতার যাত্রা শুরুর সময় থেকে আজ অবধি সিনেমার মানুষসহ সাধারণ মানুষের বিপদেও পাশে দাঁড়িয়েছেন তিনি।


আরো সংবাদ



premium cement