১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

অভিনয়েই থাকতে চান শিখা মৌ

-

একসময় মঞ্চনাটকে অভিনয় করতেন তিনি জামাল উদ্দিন হোসেনের নাগরিক নাট্যাঙ্গনের হয়ে। এই দলের হয়ে মঞ্চে দর্শককে মুগ্ধ করেছেন তিনি ‘চাঁদ বণিকের পালা’, ‘জনতার রঙ্গশালা’, ‘বিবিসাব’ নাটকে অভিনয় করে। পরবর্তীতে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন শিখা মৌ বিটিভিতে প্রযোজক শেখ রিয়াজ উদ্দিন বাদশা ও আলাউদ্দিনের সহযোগিতায় ‘অন্তরঙ্গ’, ‘ধ্বনি প্রতিধ্বনি’ ও ‘ঝঙ্কার’ অনুষ্ঠানে উপস্থাপনা করে। তবে টিভি নাটকে তাকে প্রথম দেখা যায় মাহফুজ আহমেদের বিপরীতে নাহিদ আহমেদ পিয়ালের নির্দেশনায় ‘তন্তব্যে অতঃপর’ নাটকে। পরবর্তীতে শিহাব শাহীন, কায়সার আহমেদ, মাসুম আজিজ, গিয়াস উদ্দিন সেলিমসহ আরো অনেক পরিচালকের নাটকে তাকে অভিনয় করতে দেখা যায়। সিনেমাতেও শিখা মৌকে অভিনয়ে দেখা যায়। গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’, কলকাতার ‘চালবাজ’, ‘তুই শুধু আমার’, এফ আই মানিকের ‘আমার স্বপ্ন আমার সংসার’, ‘মনতাজুর রহমান আকবরের ‘এভাবেই ভালোবাসা হয়ে যায়’, মিজানুর রহমান লাবুর ‘তুখোড়’, দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’সহ আরো বেশ কিছু সিনেমাতে তাকে অভিনয়ে দেখা যায়। সাম্প্রতিক সময়ে শিখা মৌয়ের অভিনয়ে দর্শক মুগ্ধ হয়েছেন মহিদুল মহিমের ‘গোলাপী কামিজ’, রুবেল হাসানের ‘রাজকুমার’, জুবায়ের ইবনে বকরের ‘বাক্সবন্দী স্বপ্নগুলো’, প্রীতি দত্তের ‘শুধু তুমি’, আশফাক নিপুণের ‘এই শহরে’, মিজানুর রহমান আরিয়ানের ‘অ্যাংরি বার্ড’সহ আরো বেশ কিছু নাটকে। বলা যায় আগের চেয়ে নাটকেই শিখা মৌ বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন। শিখা মৌ বলেন, ‘আমি একজন পেশাদার অভিনেত্রী। আজীবন অভিনয় করেই যেতে চাই। আমার অভিনয় জীবনের শুরু থেকে এখন পর্যন্ত যারা আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন, সহযোগিতার হাত নিয়ে পাশে থেকেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ।


আরো সংবাদ



premium cement