২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

লকডাউনে রুনা লায়লার দিনকাল

লকডাউনে রুনা লায়লার দিনকাল -

গত বছর করোনার কারণে যখন দেশব্যাপী লকডাউন শুরু হয়েছিল সেই সময় থেকে এখন পর্যন্ত মাত্র তিন-চারবার ঘর থেকে জরুরি প্রয়োজনেই বের হয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও সুরস্রষ্টা রুনা লায়লা। করোনা টিকা নেয়ার জন্য এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পরপর দু’দিন স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করার জন্য তিনি ঘর থেকে বের হয়েছিলেন। এর বাইরে আর বাসা থেকে রুনা লায়লা বের হচ্ছেন না করোনার কারণে। তাহলে কীভাবে সময় কাটছে ঘরে বসে রুনা লায়লার, এমন প্রশ্ন করতেই রুনা লায়লা বলেন, ‘সত্যি বলতে, যেরকম প্রায় সবারই ঘরে বসে সময় কাটে ঠিক তেমনি আমার সময়ও কাটছে। তবে হ্যাঁ, একেকজনের জীবনধারা একেক রকম। আমি যেমন নিয়মিত বই পড়ি, গান শুনি। আবার এর পাশাপাশি কিছু নতুন নতুন সুরও সৃষ্টি করছি। কারণ এখনতো নতুন করে আমি গান সুর করছি বিধায় বলা যায় প্রতিনিয়তই নতুন নতুন সুর ভাবনায় আসছে।’ সাধারণত কার গান আপনি শুনে থাকেন? ‘আমি আসলে সবার গানই শুনি। নির্দিষ্ট করে কারো নাম বলা যাবে না। আবার অনেকের গান থেকে আমি নিজেও কিছু শেখার চেষ্টা করি। দেশের মধ্যে যাদের গান বেশি ভালো লাগে তাদের কিন্তু আমি নিজে থেকেই ফোন করে বা ম্যাসেজ দিয়ে অনুপ্রেরণাও দিয়ে থাকি,’ বললেন রুনা লায়লা। আপনি নিজের গান শোনেন, এমন প্রশ্নের জবাবে রুনা লায়লা বলেন, ‘হ্যাঁ, অবশ্যই নিজের গানও শুনি। নতুন পুরনো সব গানই শোনা হয়ে থাকে আমার। সেসব গানে নিজেরই ভুলত্রুটিগুলো বের করার চেষ্টা করি। এমন গানও পাই যে নিজেরই আফসোস হয় যে আরেকটু ভালো হলে আরো ভালো হতে পারত।’ প্রশ্ন রাখি করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে প্রথম কী করবেন? জবাবে রুনা লায়লা বলেন, ‘জানি না কবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে ইচ্ছে আছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ইনশাআল্লাহ শুরুতেই লন্ডনে যাবো আমার মেয়ে তানির কাছে। সেই যে গত বছর মার্চ মাসের শুরুতে এসে বাসায় বন্দী হয়েছি এর পর তো আর তেমন বাসা থেকে বের হইনি। তাই লন্ডনে যাবার জন্যই মনটা অস্থির হয়ে আছে। নাতি দু’জনকেও দেখতে খুব ইচ্ছে করছে, আদর করতে ইচ্ছে করছে। যদিও প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপে দেখছি কিন্তু তার পরও সামনাসামনি বসে দেখা, কথা বলার ভালোলাগাটুকু, আনন্দটুকুই অন্যরকম। দোয়া করি আল্লাহ যেন তাদের ভালো রাখেন, সুস্থ রাখেন। সবার প্রতি বিনীত অনুরোধ রইল আপনারা সবাই সচেতন থাকবেন, নিরাপদে থাকবেন আর অবশ্যই জরুরি কাজে বাইরে বের হলে ভালোভাবে মাস্কটা পরে নেবেন।’ রুনা লায়লা জানান, গেল ২৩ মার্চ ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে এবং ২৬ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে দেশাত্মবোধক গান পরিবেশন করেন।


আরো সংবাদ



premium cement