২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বিচারকরা পেলেন ১৪২ জন অনন্য প্রতিভা

-

এনটিভির উদ্যোগে সারা দেশে বিশেষত বিভাগীয় শহরগুলোতে বিভিন্ন ধরনের প্রতিভা খোঁজার কাজ শুরু করা হয়েছে। বিভাগীয় পর্যায়ে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনা ও পরিচালনায় ‘জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভা’ খোঁজার পালা প্রাথমিক পর্বে শেষ হয়েছে। ঢাকায় অনন্য প্রতিভা খোঁজার মধ্য দিয়ে সারা দেশ থেকে মোট ১৪২ জন অনন্য প্রতিভাকে খুঁজে বের করলেন তিন বিচারক শারারেই দেবী শানু, আইরিন ও পুলক অধিকারী। তিন বিচারকের নিখুঁত বিচারের মধ্য দিয়েই ১৪২ জন অনন্য প্রতিভাকে প্রাথমিকভাবে খুঁজে পাওয়া গেল। ওয়াহিদুল ইসলাম শুভ্র বলেন, ‘তিন বিচারকের বিচারকার্যের মধ্য দিয়ে আমরা সারা দেশ থেকে মোট ১৪২ জন অনন্য প্রতিভাকে খুঁজে পেয়েছি। আগামী ২৫ ও ২৬ মার্চ সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। ২৯ মার্চ চূড়ান্তভাবে জানা যাবে কারা হচ্ছেন বিজয়ী। আমরা চেষ্টা করছি সত্যিকার অর্থেই যারা মেধাবী তাদের কেউ যেন বাদ না পড়ে; যে কারণে আমাদের প্রাথমিক রাউন্ডে যে তিনজন বিচারক ছিলেন তাদের স্বাধীনতা দেয়া হয়েছিল নিজেদের বিচারকার্য চালিয়ে যেতে। আমরা সারা দেশ থেকে বিভিন্ন সেক্টরের যে মেধাবীদের পেয়েছি, তাতে মনে হচ্ছে যে আমরা তাদের আগামী দিনে নিজেদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে একটি ভালো প্লাটফর্ম দিতে পারব।’ আইরিন বলেন, ‘বিভাগীয় শহরগুলোতে ঘুরে ঘুরে বিচারকার্য চালিয়ে অনন্য প্রতিভাবানদের খুঁজে বের করা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য কাজ ছিল। কিন্তু আমরা শেষ পর্যন্ত এ পর্যায়ে আসতে পেরেছি, এটাও সাফল্যের বিষয়।’ শানু বলেন, ‘আমরা একটি টিম হিসেবে দেশের জন্য কাজ করেছি, দেশের মানুষের জন্য কাজ করেছি। প্রযোজক পরিচালক শুভ্র ভাই আমাদের স্বাধীনতা দিয়েছেন নিজেদের মতো করে কাজ করতে; যে কারণে আমরা ১৪২ জন অনন্য প্রতিভাবানকে খুঁজে পেয়েছি।


আরো সংবাদ



premium cement