২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন দীঘি...

-

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে এক অন্য রকম ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন নবাগত নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। নায়িকা হিসেবে অভিষেক করার ক্ষেত্রে ঈদ উৎসবের বাইরে একটি সাধারণ সময়ে দুই সিনেমা দিয়ে একই দিনে নায়িকা হিসেবে অভিষেক করার ক্ষেত্রে চিত্রনায়িকা দীঘি ইতিহাসই সৃষ্টি করতে যাচ্ছেন। বাংলাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র অম্বুজ গুপ্ত পরিচালিত ‘শেষ চুম্বন-দ্য লাস্ট কিস’র নায়িকা ছিলেন লোলিটা। আবার প্রথম সবাক চলচ্চিত্র আবদুল জব্বার খানের ‘মুখ ও মুখোশ’র নায়িকা ছিলেন পূর্ণিমা সেন। পরবর্তীতে সুমিতা দেবীর প্রথম সিনেমা আসিয়া, শবনমের ‘হারানো দিন’, সুচন্দার ‘কাগজের নৌকা’, কবরীর ‘সুতরাং’, সুজাতার ‘দুই দিগন্ত’, শাবানার ‘চকোরী’, ববিতার ‘শেষ পর্যন্ত’ থেকে শুরু করে পরবর্তীতে রোজিনা, চম্পা, দিতি, দোয়েল, অরুণা, মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমা, অপু বিশ^াস, মিম, মাহিয়া মাহি, ববি, পরীমনি, বুবলীসহ (২০১৬ সালের ১২ সেপ্টেম্বর ঈদ উৎসবে দুই সিনেমা মুক্তি-বসগিরি ও শ্যুটার) আরো যারা আছেন তাদের প্রত্যেকেরই (বুবলী ছাড়া) প্রথমে একটি সিনেমা দিয়েই রুপালি পর্দায় অভিষেক হয়। অবশ্য ঈদে কারো কারো দু’টি সিনেমা তারও বেশি সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু কোনো উৎসবের বাইরে দীঘিরই নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে একসাথে দু’টি সিনেমার একই দিনে মুক্তির মধ্য দিয়ে। আগামী ১২ মার্চ একই দিনে মুক্তি পেতে যাচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ এবং শামীম আহমেদ রনির চিত্রনাট্যে সেলিম খানের পরিচালনায় ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমা দু’টি। ‘তুমি আছো তুমি নেই’তে দীঘি রুমা চরিত্রে এবং ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমায় দীঘি ফজিলাতুননেছা মুজিব রেনুর চরিত্রে অভিনয় করেছেন। দু’টি সিনেমা দিয়ে একই দিনে রুপালি পর্দায় অভিষেক হওয়া প্রসঙ্গে দীঘি বলেন, ‘সত্যি কথা বলতে যতই সময় ঘনিয়ে আসছে, ততই নিজের ভেতরে ভয়টা বেশি কাজ করছে, কারণ জানি না দর্শক আমাকে দুটো সিনেমায় কিভাবে গ্রহণ করবে। খুব মনে পড়ছে মায়ের কথা। কারণ মায়ের প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল ১৯৮৪ সালে। যে তিনজন মানুষ এই সিনেমার সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন তাদের কেউ আজ নেই, মা নেই, পরিচালক চাষী নজরুল ইসলাম আঙ্কেল নেই, নায়করাজ রাজ্জাক স্যার নেই। যেহেতু মায়ের হাত ধরেই অভিনয়ে আসা এবং শেখা তাই তাকে ভীষণ মিস করছি। পরে বাবাই আমাকে এতদূরে নিয়ে এসেছেন অনুপ্রেরণা দিয়ে।


আরো সংবাদ



premium cement
‘দেশ ও জাতি দুঃসময় পার করছে’ ওসমানীনগরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২ সহ-অধিনায়ক হতে পারেন রিজওয়ান মেক্সিকোয় মেয়র প্রার্থী ছুরিকাঘাতে নিহত রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহেও ক্লাস বন্ধ ঘোষণা দেশীয় খেলাকে সমান সুযোগ দিন : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের শোষণ থেকে জনগণকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে : মিয়া গোলাম পরওয়ার সিংড়ায় প্রতিমন্ত্রীর শ্যালককে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ আ’লীগের চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৬

সকল