২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নেটফ্লিক্সে কোরিয়ান কনটেন্টের চাহিদা সবচেয়ে বেশি

-

করোনাকালের ঘরবন্দী সময়ে অনেকেই চোখ রেখেছিলেন নেটফ্লিক্সের পর্দায়। বিশ্বের দুর্দিনে অন্য সবাই দুর্দিনে থাকলেও সুখে আছে নেটফ্লিক্স। প্রায় ২৪ বছর বয়সী এই অনলাইন প্ল্যাটফর্মের ব্যবসা তুঙ্গে। করোনা মুদ্রার উল্টো পিঠের মিষ্টি ফল ভোগ করার যত রকম ফন্দি আঁটা সম্ভব, তার কিছুই বাদ দিচ্ছে না এ অনলাইন প্ল্যাটফর্ম। লকডাউন আর কোয়ারেন্টিনে ঘরে ঢুকে পড়েছে। আর তাদের একটা বড় অংশ ঘরে সময় কাটাচ্ছে নেটফ্লিক্সে চোখ রেখে। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, মহামারীর সময়ে বিশ্বে ডিজিটাল রূপান্তরের যাত্রায় সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ভিডিও কনফারেন্সিং সেবা জুম ও বিনোদন প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। বিশ্বজুড়ে লকডাউনের সময় ১০০ কোটির বেশি মানুষ বাড়ি থেকে কাজ করার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। এর ফলে বিশ্বে ডিজিটাল রূপান্তর আরো ৩ থেকে ৫ বছর ত্বরান্বিত হয়েছে।
২০১৯ সালে যেসব ট্রেন্ড বা চল নতুন বছরে জারি থাকবে বলে ধরে নেয়া হচ্ছিল, তা ২০২০ সালে করোনা পরিস্থিতিতে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে এবং ২০২১ সালে জানান দেয় ভাবনায় নতুনত্ব আনতে হবে আরো। প্রতিষ্ঠানগুলো পুরনো চিন্তাভাবনা ছেড়ে নতুন ধরনের কর্মপরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে শুরু করে। এ সময় ফেসবুক, গুগল, মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান কর্মীদের বাড়ি থেকে কাজের সুযোগ করে দেয়। টুইটারের মতো কিছু প্রতিষ্ঠান তাদের কর্মীরা যেন চিরকাল বাড়ি থেকে কাজ করতে পারে তার ঘোষণা দিয়ে দেয়। উল্টো দিকে আবার অনেক প্রতিষ্ঠান করোনার কারণে বন্ধ হয়ে যায় বা কর্মী ছাঁটাই করতে শুরু করে। এ পরিস্থিতিতে মানুষ সময় কাটানোর জন্য বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে নেটফ্লিক্সের দিকে ঝুঁকে পড়ে।
২০২০ সালের কেবল প্রথম তিন মাসেই নেটফ্লিক্স পেয়েছে নতুন ১ কোটি ৬০ লাখ সাবস্ক্রাইবার, যা প্রত্যাশার দ্বিগুণের বেশি। বিশ্বে নেটফ্লিক্সের সাবস্ক্রাইবারের সংখ্যা ১৮ কোটি ২৮ লাখ ছাড়িয়ে গেছে। চলতি বছরের প্রথম তিন মাসেই ৫০ হাজার কোটি টাকার বেশি আয় হয়েছে। আর লাভ হয়েছে গত বছর এ সময়ের ৫০ শতাংশের বেশি। আর এই প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি চাহিদা কোরিয়ান কনটেন্টের।
সম্প্রতি সিউলে এক অনুষ্ঠানে নিজেদের পরিকল্পনা তুলে ধরেছে নেটফ্লিক্স। এ দিন নতুন দু’টি কোরিয়ান ছবি মোরাল সেন্স ও কার্টারের ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। একই সাথে জানিয়েছে ২০২১ সালে দক্ষিণ কোরিয়ার সিনেমা ও টেলিভিশন সিরিজের জন্য তারা ৫০ কোটি মার্কিন ডলার ব্যয় করবে এবং এগুলো কোরিয়াতেই নির্মিত হবে।
২৪ ফেব্রুয়ারি সিউলে অনুষ্ঠিত হয় নেটফ্লিক্সের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ‘সি হোয়াট ইজ নেক্সট কোরিয়া’। এতে যোগ দেন দক্ষিণ কোরিয়ার নির্মাতা, পরিচালক ও তারকারা। অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল কোরিয়ার সিনেমা নিয়ে এ বছর নেটফ্লিক্সের পরিকল্পনা বিষয়ে বিশদ জানানো। এ দিন নেটফ্লিক্সের পক্ষ থেকে জানানো হয় দক্ষিণ কোরিয়ায় তাদের ৩৮ লাখ সাবস্ক্রাইবার আছে।
পর্যবেক্ষকরা বলছেন, সাবস্ক্রাইবারদের এ সংখ্যা দক্ষিণ কোরিয়ায় নেটফ্লিক্সের বিপুল বিনিয়োগ পরিকল্পনাকে যুক্তিযুক্ত করে না, বরং এ সাবস্ক্রাইবারদের চেয়ে বিশ্বব্যাপী কোরিয়ার ছবি ও টিভি প্রোগ্রামের জনপ্রিয়তাই নেটফ্লিক্সকে আগ্রহী করে তুলেছে।
এ পর্যন্ত নেটফ্লিক্স ৮০টি অরিজিনাল কোরিয়ান শো ও ছবি নির্মাণ করেছে। দক্ষিণ কোরিয়ায় নেটফ্লিক্সের প্রথম প্রযোজনা ছিল কিম এয়ুন-হির জোম্বি থ্রিলার কিংডম। ছবিটি দারুণ সাফল্য পেয়েছিল। কোরিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কনটেন্ট বিষয়ক নেটফ্লিক্সের কর্মকর্তা মিনইয়ংক কিম বলেন, ‘বিশ্বজুড়ে দর্শকরা কোরিয়ার ছবি, শিল্পী ও সংস্কৃতির প্রেমে পড়ছেন। কোরিয়ায় এটিকে বলা হয় দ্য কে-ওয়েভ বা হলিউ। এটা দক্ষিণ কোরিয়ার জন্য গৌরবের। আমরা এর অংশ হতে পেরে খুশি। দারুণ সব গল্প কোরিয়ার জন্য নতুন কিছু নয়, গল্প প্রথা কোরিয়ার সংস্কৃতিতে গভীরভাবে প্রোথিত। আজ আমরা এমন এক দুনিয়ায় বাস করি, যেখানে প্যারাসাইট সেরা ছবির একাডেমি অ্যাওয়ার্ড জিতেছে। হরর টিভি সিরিজ সুইট হোম দেখার জন্য টিভি খুলেছে ২ কোটির বেশি মানুষ।’
এক ডজনের বেশি কোরিয়ান তারকা ও পরিচালক যোগ দিয়েছিলেন নেটফ্লিক্সের অনুষ্ঠানে। ছিলেন সাই-ফাই সিরিজের তারকা ডুনা বে ও লি জুন, ট্রেন টু বুসান ছবির পরিচালক ইয়োন স্যাং-হো সহ আরো অনেকে। মিনইয়ংক কিম বলেন, ‘আমরা সেরা প্রতিভাবান শিল্পী ও নির্মাতাদের সঙ্গে যেমন কাজ করছি, তেমনি কোরিয়াজুড়ে উঠে আসা নতুন মুখদেরও যুক্ত করছি। আমরা চেষ্টা করছি সব জনরায় সেরা সব ছবি নির্মাণ করতে।’
এ বছর নেটফ্লিক্স যেসব কোরিয়ান কনটেন্ট আনতে যাচ্ছে তার মধ্যে আছে দ্য সাইলেন্ট সি, স্কুইড গেম, কিংডম : অশিন, কার্টার, মোরাল সেন্স। রিয়ালিটি সিরিজ বাইক’স স্পিরিট। প্রামাণ্যচিত্রের মধ্যে আছে মাই লাভ। নেটফ্লিক্স এ প্রথম একটি সিটকম আনতে যাচ্ছে যেটির শিরোনামসো নট ওর্থ ইট।
হলিউড রিপোর্টার অবলম্বনে


আরো সংবাদ



premium cement
জামালপুরে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার অবৈধ গাড়ি কালীগঞ্জে আওয়ামী লীগে বিভেদ শরীয়তপুরে বৃদ্ধি পাচ্ছে ভুট্টার আবাদ মিরসরাইয়ে ৩ দিনের ব্যবধানে কেজিপ্রতি আলুতে দাম বেড়েছে ১০ টাকা ফরিদপুরের পদ্মাপাড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২৩ এস্কেভেটর ও ৮ ট্রাক ফেলে পালালো বালুদস্যুরা বরগুনায় দুই সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা গলাচিপায় নির্বাচনী মাঠে সম্ভাব্য প্রার্থীরা নাটোরে চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবীবকে শোকজ হোসেনপুরে গ্রামের গ্রাহকরা দিনে এক ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছেন না ঈদগাঁওতে আচরণবিধি লঙ্ঘন করায় ৭ প্রার্থীকে জরিমানা গাজীপুরে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন

সকল