২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

এখন নিয়মিতই ঢাকায় থাকতে হবে : মিথিলা

-

মিথিলা, নন্দিত জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। কখনো ঢাকায় আবার কখনো কলকাতায়, এভাবেই সময় কাটছে তার। তবে এখন ঢাকাতেই বেশি সময় কাটবে তার- এমনটাই জানালেন তিনি। কারণ আগামী ঈদ ঘিরে বেশ কিছু নাটক বা টেলিফিল্মে কাজ করবেন তিনি। আবু হায়াত মাহমুদের কয়েকটি নাটক, গৌতম কৈরীসহ আরো বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে কথা হয়েছে মিথিলার। তাদের ঈদ নাটকে অভিনয় করবেন মিথিলা। তবে এরই মধ্যে মিথিলা একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, একটি ওয়েব সিরিজ এবং একটি খণ্ড নাটকের কাজ শেষ করেছেন। তানিম রহমান অংশুর পরিচালনায় মিথিলা শেষ করেছেন ‘মিয়াও’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ। তার আগে তিনি শেষ করেছেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের পরিচালনায় ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’র কাজ। গত দু’দিনে তিনি শেষ করেছেন প্রীতি দত্তের পরিচালনায় ‘লাভার্স’ নামের একটি খণ্ড নাটকের কাজ। আগামী কয়েক দিনের মধ্যে প্রীতি দত্তেরই পরিচালনায় মিথিলার আরো একটি নাটকে কাজ করার কথা রয়েছে বলে জানান প্রীতি দত্ত। মিথিলা জানান, এর আগে তানিম নূরের পরিচালনায় হৈচৈর জন্য ‘একাত্তর’ নামের একটি ওয়েব সিরিজে তিনি অভিনয় করেছিলেন। চলচ্চিত্র, ওয়েব সিরিজ এবং নাটকে কাজ করা প্রসঙ্গে মিথিলা বলেন, ‘এখন আমাকে নিয়মিতই ঢাকাতে থাকতে হবে। কারণ সামনে ঈদের জন্য বেশ কিছু কাজ করার চূড়ান্ত কথা হয়েছে। সেসব কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। কন্ট্রাক্টে আমাকে একজন রাজনীতিবিদ হিসেবে দেখা যাবে। এর আগে এ ধরনের চরিত্রে আমার কাজ করা হয়ে ওঠেনি। তানিম নূর এবং কৃষ্ণেন্দু অনেক যত্ন করে কাজটি করেছে। আবার অংশুর নির্দেশনায় যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছি সেখানে আমি একজন গর্ভবতী মেয়ের চরিত্রে অভিনয় করেছি। যাকে ঘিরে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। অংশুর কাজ সবসময়ই আমার ভীষণ ভালো লাগে। প্রীতি দত্তের সাথে আমার কখনোই কাজ করা হয়ে ওঠেনি। যেহেতু আমাদের দেশে নারী নির্মাতার সংখ্যা একেবারেই কম, তাই আমারও ইচ্ছে হলো প্রীতির নির্দেশনায় কাজ করার। কারণ ইউটিউবে তার সঙ্গে কাজ করার আগে তার নির্মিত কয়েকটি কাজ দেখে আমার ভালো লেগেছে। প্রীতি অনেক যত্ন নিয়ে কাজ করে। আমার বিশ্বাস আগামীতেও প্রীতি অনেক ভালো করবে।’ এ দিকে মিথিলা জানান, ‘ব্র্যাক ইন্টারন্যাশনাল’র আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের হেড হিসেবে নিয়মিত কাজ করছেন।


আরো সংবাদ



premium cement