২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বলিউডকে ফেক বললেন ইমরান হাশমি

-

উপমহাদেশজুড়ে ইমরান হাশমি নামটি পরিচিতি পেয়েছে বলিউড সিনেমার কারণে। প্রায় দুই দশকের ক্যারিয়ারে একাধিক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। এখন তিনি সেই বলিউডকে ফেক বলে মন্তব্য করেছেন। ২০০২ সালে ‘রাজ’ সিনেমার মধ্য দিয়ে বলিউড সিনেমায় অভিষেক হয়েছিল তার। দুই দশক ধরে বলিউডে কাজ করলেও সম্প্রতি বলিউডকে নিয়ে একটি সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেতা।
তার মতে, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি পুরোপুরি ফেক একটি জায়গা। এখানে সম্পর্কগুলোও খুব ফেক।
ভারতীয় একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ইমরান। কিন্তু কেন এমনটা মনে করেন তিনি? হোস্টের পাল্টা প্রশ্নে ইমরান হাশমি জানান, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবাই একে অপরের শুভাকাক্সক্ষী হওয়ার অভিনয় করেন। কিন্তু সত্যিতে এমনটা না। যদিওবা প্রত্যেকেরই উচিত নিজের পেশাকে গুরুত্ব দেয়া এবং কাজের প্রতি সম্মান রাখা। তিনি আরো বলেছেন, আমার মতে কে কী কাজ করল তা নিয়ে সমালোচনা না করে নিজের কাজের প্রতি ডেডিকেটেড থাকা উচিত। তবেই ভালো ফলাফল পাওয়া যায়। বর্তমানে ইমরান ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘চেহেরে’র শুটিং নিয়ে। যেখানে তাকে দেখা যাবে অমিতাভ বচ্চনের সাথে। রহস্য ভরপুর এই থ্রিলার ছবিটি মুক্তি পাবে আগামী ৩০ এপ্রিল। এছাড়া তার হাতে রয়েছে ‘মুম্বাই সাগা’ নামক আগেরটি সিনেমা। সঞ্জয় গুপ্ত পরিচালিত যে ছবিটিতে ইমরান হাশমি ছাড়া আরো অভিনয় করছেন জন আব্রাহাম।


আরো সংবাদ



premium cement