২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

অনুপ্রেরণাকে হারালেন শ্রাবন্তী দত্ত তিন্নি

-

শ্রাবন্তী দত্ত তিন্নি, একসময়ের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নায়িকা। কিন্তু বর্তমানে তিনি সুদূর কানাডার টরেন্টোতে একমাত্র মেয়েকে নিয়ে বেশ ভালো আছেন। দূরে থাকলেও দেশের মিডিয়ার মানুষের সাথে তার নিয়মিত যোগাযোগ আছে। বিশেষত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তিন্নির সাথে তারই প্রিয় মানুষদের নিয়মিত যোগাযোগ রাখছেন। একজন মডেল, অভিনেত্রী কিংবা নায়িকা হওয়ার ক্ষেত্রে যে মানুষটি তাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিতেন, সেই প্রিয় ঠাকুমা বাসন্তী রানী দত্তকে হারিয়েছেন তিন্নি। বাসন্তী রানী দত্তের বয়স হয়েছিল ৯৫। গত ১৩ ফেব্রুয়ারি তিনি মারা যান। মিডিয়া জীবনে চলার পথে যে মানুষটি তাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিতেন, তাকে হারিয়ে ভীষণ কষ্ট পেয়েছেন তিন্নি। টরেন্টো থেকে মুঠোফোনে বলেন, ‘আমার ঠাকুমা ছিল আমার জান, আমার প্রাণ। তাকে হারিয়ে কতটা যে কষ্ট পাচ্ছি তা আসলে ভাষায় প্রকাশের নয়। ঠাকুমার বয়স হয়েছিল ৯৫। তারপরও কিন্তু তিনি বেশ সুস্থ সবলই ছিলেন। ঠাকুমা নেত্রকোনা জেলা মহিলা পরিষদের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ছিলেন। আবার নেত্রকোনা জেলা সমাজসেবা বিভাগের শিক্ষিকাও ছিলেন তিনি। তিনিই ছিলেন আমার চলার পথের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তার এই হঠাৎ চলে যাওয়াটা মানসিকভাবে আমাকে অনেকটাই ভেঙে দিয়েছে। কারণ আমার ঠাকুমা ছিলেন আমার জানের টুকরা। জীবনে অনেক কষ্ট পেয়েছি আমি। কিন্তু আমার ঠাকুমা চলে যাওয়ার মতো কষ্ট আমি পাইনি কখনো। আমি সবার কাছে আমার ঠাকুমার আত্মার শান্তির জন্য আশীর্বাদ কামনা করছি। আর আমার জন্যও দোয়া করবেন আমি যেন আমার একমাত্র আদুরে কন্যা ওয়ারিশাকে নিয়ে ভালো থাকতে পারি।’ ২০১৪ সালে তিন্নি সর্বশেষ চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘নীল কুয়াশা’ ও পারভেজ আমিনের ‘একটি নীল কুয়াশার মৃত্যু’ নাটকে অভিনয় করেন। এতে তার সাথে অভিনয় করেছিলেন নোবেল ও তারিন। জনপ্রিয় এই লাক্স তারকাভিনেত্রী শাকিব খানের সাথেও সিনেমাতে অভিনয় করেছেন।
সোহানুর রহমান সোহান পরিচালিত ‘সে আমার মন কেড়েছে’ সিনেমাতে শাকিব খানের সাথে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন তিন্নি। তিন্নি অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- ‘চোখের বাইরে’, ‘স্বপ্নের নীল পরী’, ‘অপেক্ষা’, ‘সুখের অসুখ’, ‘কবি বলেছেন’, ‘দয়িতা’, ‘সেই তুমি’, ‘কাগজের ঘর’, ‘ভালোবাসার শুরু’, ‘চোক্ষে আমার তৃষ্ণা’, ‘তোমায় দিলাম পৃথিবী’, ‘তুমি আমার অহঙ্কার’, ‘লীলাবতী’, ‘জেগে থেকো’ ইত্যাদি।


আরো সংবাদ



premium cement