২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ফাইটারের শুটিং শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি

-

সম্প্রতি বিএফডিসিতে বেশ জাঁকজমক আয়োজন করে তিন ছবির ঘোষণা দিয়েছেন ইকবাল। প্রযোজক হিসেবে পরিচিতি পাওয়া এই মানুষটিকে এবার দেখা যাবে পরিচালকরূপে। ফাইটার, রিভেঞ্জ ও গুলশানের চামেলী দিয়ে পরিচয় বদলাতে যাচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে ইকবাল বলেন, ‘আমি এ পর্যন্ত ৯টি ছবি প্রযোজনা করেছি। সবগুলোই সুপার হিট। প্রথম ছবি থেকে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। ওই প্রাপ্তিগুলোই আমাকে পরিচালনায় আসতে সাহস জুগিয়েছে। তিনি বলেন, প্রযোজক হিসেবে আমি শুধু ছবিতে বিনিয়োগ করিনি। পরিচালকরা কিভাবে কাজ করে সেটাও খেয়াল রেখেছি। তাই ছবি পরিচালনা খুব কঠিন হবে বলে মনে হয় না।’
তিনটি ছবির ঘোষণা দেয়া হলেও কবে থেকে শুটিং শুরু হবে সে ব্যাপারে কিছুই জানানো হয়নি। এ বিষয়ে গতকাল নয়া দিগন্তকে ইকবাল বলেন, ‘করোনাভাইরাসের কারণে আমরা একটি অস্থির সময় পার করছি। অনেক দিন ভালো কোনো কাজ নেই। এ অবস্থায় থেকে নতুন ছবি নির্মাণের ঘোষণা দেয়া অনেক কঠিন। আমি একসাথে তিনটি ছবি নিয়ে চিন্তা করছিলাম। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বাজেট। এই বাজেট খুঁজতে গিয়ে খুব বেশি সমস্যায় পড়তে হয়নি। ছবিগুলোর প্রেক্ষাপট সুন্দরভাবে উপস্থাপনার পর অনেকেই ছবিতে বিনিয়োগে আগ্রহী হয়েছেন। তাই ঝটপট সিনেমাগুলো নির্মাণের ঘোষণা দিয়েছি। এখন আমার টিম কাজ করছে ফাইটার সিনেমা নিয়ে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কেরানীগঞ্জে এই ছবির শুটিং শুরুর পরিকল্পনা আছে। পর্যায়ক্রমে বাকি সিনেমাগুলোর কাজ শুরু হবে।’
ফাইটারের গল্প হবে অ্যাকশন রোমান্টিক ঘরানার। দুই নায়িকা, এক নায়কের এই ছবিতে এখন পর্যন্ত জিয়াউল রোশান ও শিরিন শিলার সাথে চুক্তি করা হয়েছে। আরো একজন নায়িকার নাম খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইকবাল। এ ছাড়া খল চরিত্রে অমিত হাসানের সাথে চুক্তি করা হয়েছে।
তবে ঘোষিত তিনটি ছবিতেই অভিনয় করবেন রোশান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইকবাল ভাই গুলশানের এক রেস্টুরেন্টে দেখা করতে বলেন আমাকে। সেখানে তিনি ছবিগুলোর গল্প শোনান। আর বলেন, ‘রোশান, পরিচালক হিসেবে তিনটি ছবিতেই আমি নায়ক হিসেবে তোমাকেই চাই’। আমি কৃতজ্ঞ তার মতো একজন প্রযোজক আমাকে এভাবে ভেবেছেন। তিনটি ছবির গল্পই বেশ সুন্দর। এর মধ্যে ‘ফাইটার’ ও ‘রিভেঞ্জ’ অ্যাকশনধর্মী আর ‘গুলশানের চামেলী’র গল্প তো অসাধারণ। এ ধরনের গল্প সচরাচর দেখা যায় না।’
প্রযোজক ইকবালের সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ শাকিব খান। কিন্তু পরিচালক হিসেবে তিন সিনেমার একটিতেও শাকিব খানকে রাখা হয়নি। এর কারণ জানতে চাইলে ইকবাল বলেন, ‘আমি যে পরিচালনায় আসছি এর পেছনে শাকিব খানের অনুপ্রেরণা রয়েছে। তিনি আমাকে সবসময় ভালো কাজের উৎসাহ দেন। আমার নতুন ছবিগুলো নিয়েও তার সাথে কথা হয়েছে। তিনি বলেছেন, কাজ এগিয়ে নিতে। কিন্তু এই ছবিগুলোর বাজেট কম হওয়ায় শাকিব খানকে অভিনয়ের প্রস্তাব দেইনি। হাতে নেয়া ছবিগুলো যদি ভালোভাবে শেষ করতে পারি তবে চার নম্বর ছবি করব শাকিব খানকে নিয়ে।


আরো সংবাদ



premium cement