২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

তানভীর হোসেনের ‘এনালগ লাইফ’

-

তানভীর হোসেন প্রবাল, একাধারে একজন অভিনেতা, নির্মাতা, গায়ক, নাট্যকার। বহুগুণে গুণান্বিত তানভীর হোসেন প্রবাল এবার একেবারেই ভিন্নধরনের একটি গল্প নিয়ে ধারাবাহিক নাটক নির্মাণ করছেন। নাটকের নাম ‘এনালগ লাইফ’। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্য ধারণের কাজ চলছে। চলতি সপ্তাহে তানভীর হোসেন প্রবালের নির্দেশনায় নাটকটির দৃশ্য ধারণে অংশ নিয়েছেন সাব্বির আহমেদ, রিমি করিম, সানজিদা মিলা। নাটকটিতে ডিওপি হিসেবে কাজ করছেন প্রখ্যাত ক্যামেরাম্যান ও নাট্যনির্দেশক নিয়াজ মাহবুব। হঠাৎ কোনো একদিন যদি বিশ^জুড়ে ইন্টারনেট বন্ধ হয়ে যায়, তাহলে কী হতে পারে এমন ভাবনা নিয়েই ‘এনালগ লাইফ’ ধারাবাহিকটি রচনা করেছেন তানভীর হোসেন প্রবাল ও শারমীন হায়াত দীপা। নাটকটি নির্মাণ করছেন তানভীর হোসেন প্রবাল। তবে এই ধারাবাহিকে তিনি অভিনয় করছেন না বলে জানিয়েছেন। নাটকটি নির্মাণ প্রসঙ্গে তানভীর হোসেন প্রবাল বলেন, ‘আমরা যারা ’৮০-এর দশকের বা ৯০ দশকের তাদের সন্তানদের কাছে আমরা যখন বলি আমাদের সময়ে এমন ছিল, তেমন ছিল তখন তারা চোখ বড় বড় করে আমাদের দিকে তাকিয়ে থাকে। কারণ তারা জন্মের পর থেকেই ইন্টারনেট সম্পৃক্ত জীবন দেখছে। ইন্টারনেট ছাড়া তারা কোনো কিছুই কল্পনা করতে পারে না। আমরা সাইন্সফিকশন গল্পের কথা জানি। কিন্তু এনালগ লাইফ ধারাবাহিকটি লাইফ ফিকশনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে।

 


আরো সংবাদ



premium cement