২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রাজের পরিচালনায় রোমিও জুলিয়েট

-

কিছু দিন আগে দর্শকপ্রিয় নাট্যনির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের বাবা ইন্তেকাল করেছেন। বাবাকে হারানোর শোক কিছুটা কাটিয়ে উঠে রাজ আবারো নাটক নির্মাণে ব্যস্ত হয়ে উঠেছেন। বছরের শুরুতেই তিনি তার নির্মিত এই সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক (এনটিভিতে প্রচার চলতি) ‘ফ্যামিলি ক্রাইসিসের’ শেষ লটের কাজ করেন। আর এর পরপরই ভালোবাসা দিবসের জন্য তিনি নির্মাণ করেছেন ‘রোমিও জুলিয়েট’ নাটকটি। রাজের ভাষ্য মতে এটি একটি রিপিটেড লাভ স্টোরির নাটক। নাটকটি রচনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নিজেই। এতে জুটি হিসেবে দেখা যাবে জোভান ও তাসনিয়া ফারিনকে। এরই মধ্যে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে বলে জানান রাজ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জোভান বলেন, ‘রোমিও জুলিয়েটে পরিবারের গল্প আছে, রোমান্সও আছে। এটি পরিপূর্ণ ভালোবাসা দিবসের নাটক। আর রাজ ভাইয়ের সাথে বেশ মজা করতে করতেই ভালো কাজ দাঁড়িয়ে যায়। সাধারণত এখন একটি নাটক বা টেলিফিল্ম দু’দিনেই নির্মিত হয়ে যায়। কিন্তু রোমিও জুলিয়েট নাটকটি আমরা তিন দিনে করেছি। সুতরাং এতেই স্পষ্ট যে কত যতœ নিয়ে রোমিও জুলিয়েট কাজটি করা হয়েছে। এতে আমার সহশিল্পী ফারিণও খুব চমৎকার অভিনয় করেছে।’ নাটকটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল এবং একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফারিন বলেন, ‘রাজ ভাই ভীষণ যতœ নিয়ে নাটকটির প্রত্যেকটি দৃশ্য ধারণ করেছেন। আমরা প্রত্যেকেই অনেক সচেতন থেকে শ্রম দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। আমার অভিনয় জীবনের শুরু থেকেই রাজ ভাইয়ের নির্দেশনায় কাজ করা হচ্ছে। তিনি সব সময়ই ভীষণ সহযোগিতা পরায়ণ। তিনি সব সময়ই শিল্পীদের কথা ভাবনায় রেখেই স্টোরি লিখেন। যে কারণে চরিত্রের সাথে শিল্পীর মিশে যেতে খুব সহজ হয়। নাটকটি নিয়ে আমি খুব আশাবাদী।’ রাজের নির্দেশনায় ফারিন প্রথম ‘ফেয়ার ইন লাভ’ নাটকে কাজ করেন। এরই মধ্যে তিনি কক্সবাজারে সাগর জাহান ও মিজানুর রহমান আরিয়ানের নাটককের কাজ করেছেন। শিগগিরই নতুন একটি বিজ্ঞাপনেও তাকে দেখা যাবে।

 


আরো সংবাদ



premium cement