১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

তথ্যচিত্র নির্মাণ করবেন শাহনূর

-

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে চিত্রনায়িকা ও রাজনীতিবিদ সৈয়দা কামরুন নাহার শাহনূর তার প্রযোজনা সংস্থা ‘মৌ মাল্টিমিডিয়া’ থেকে ‘একটি বাংলাদেশ’ নামের একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন। তবে এবার তার দীর্ঘদিনের স্বপ্ন তিনি পূরণ করতে যাচ্ছেন। শাহনূরের বাবা সৈয়দ মোজাফফর আলী ছিলেন একজন মুক্তিযোদ্ধা। ৮ নম্বর সেক্টরের অধীনে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। শুধু তাই নয় তার অন্য চার চাচা সৈয়দ মোজাম্মেল আলী (সার্টিফিকেট নেননি), সৈয়দ মহসিন আলী, সৈয়দ মোয়াজ্জেম আলী ও সৈয়দ মোকাররম আলীও ছিলেন মুক্তিযোদ্ধা। একই পরিবারের পাঁচ ভাই-ই মুক্তিযোদ্ধা এমন দৃষ্টান্ত আমাদের দেশে বিরলই বলা চলে। শাহনূরের বাবাসহ তারা ছিলেন ৮ ভাই। ৮ ভাইয়ের মধ্যে পাঁচজন ছিলেন মুক্তিযোদ্ধা। একজন মুক্তিযোদ্ধার বাবার সন্তান হিসেবে শাহনূর এবার তার বাবাকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করতে যাচ্ছেন। শাহনূর জানান, এই তথ্যচিত্রে উঠে আসবে তার বাবার সংক্ষিপ্ত জীবন কাহিনী, মুক্তিযুদ্ধের ট্রেনিংয়ের সময়কার তথ্য, মুক্তিযুদ্ধের সময়কার তথ্য, তার বাবা সম্পর্কে তার বেঁচে থাকা চাচাদের মুখের বয়ান, তার মা তাসলিমা খানমের বক্তব্য, তার ভাই সোহেলের বক্তব্য, এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের মুখে তার বাবা সম্পর্কে বয়ান। শাহনূর আরো জানান, তার বাবাকে নিয়ে এই তথ্যচিত্রে থাকবে তাদের নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজারও কিছু কথা। থাকবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রীর বক্তব্য। মূল কথা, শাহনূর তার বাবাকে নিয়ে একটি তথ্যবহুল তথ্যচিত্র নির্মাণই করতে যাচ্ছেন। আর এই তথ্যচিত্রের স্ক্রিপ্ট করবেন শাহনূর নিজেই এবং সার্বিক তত্ত্বাবধানে থাকবেন সাংবাদিক অভি মঈনুদ্দীন। শাহনূর বলেন, ‘গেলো ৫ জানুয়ারি ছিল আমার আব্বুর মৃত্যুবার্ষিকী। মূলত সে দিনই অভি মঈনুদ্দীন আমার মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে এমন একটি তথ্যচিত্র নির্মাণের পরিকল্পনা দেন। আমিও ভেবে দেখলাম, যেহেতু আমি চলচ্চিত্রে অভিনয়ের সাথে সম্পৃক্ত এবং রাজনীতিতেও এখন সক্রিয়, তাই আমার অহঙ্কার, আমার গর্ব আমার মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে একটি তথ্যচিত্র আমিই নির্মাণ করে যেতে পারি। বাবার আদর্শকে সবার সামনে তুলে ধরার এই প্রয়াসটুকু আমি করে যেতে চাই আমার যতই কষ্ট হোক। আমি আমাকে বাবার আদর্শেই গড়ে তোলার চেষ্টা করি প্রতিনিয়ত। আমার বিশ্বাস- আমার স্বপ্ন পূরণ হবে, ইনশা আল্লাহ। বিষয়টি আম্মুর সাথে শেয়ার করার পর আম্মুও ভীষণ খুশি হয়েছেন।’ এদিকে শাহনূর তার গ্রামের বাড়ি নড়াইলে অসহায় গ্রামবাসীর মধ্যে কম্বল বিতরণ করছেন। শাহনূর শেষ করেছেন হেলালের নির্দেশনায় ‘ওয়েলিং’ নামক ওয়েব সিরিজের কাজ। শেষ করেছেন রফিক শিকদারের পরিচালনায় ‘বসন্ত বিকেল’ সিনেমার কাজ।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল