২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

নিশীতার সামাজিক সম্প্রীতি

-

দীর্ঘ দিন ধরেই সাংবাদিকতা পেশার পাশাপাশি গান লেখালেখির সাথে আশিক বন্ধু। বিভিন্ন সঙ্গীতশিল্পীর কণ্ঠেই তার লেখা গান জনপ্রিয়তা পেয়েছে। এর আগে তার লেখা একটি গানে কণ্ঠ দিয়েছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নিশীতা বড়–য়া। তবে এবারই প্রথম আশিক বন্ধুর লেখা চট্টগ্রামের আঞ্চলিক গানে কণ্ঠ দিলেন নিশীতা বড়–য়া। গানের শিরোনাম ‘সামাজিক সম্প্রীতি’। গানটির সুরসঙ্গীত করেছেন সুমন কল্যাণ। গানটির রেকর্ডিং শেষে স্টুডিওতেই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেন জাফর আল মামুন। গানটি প্রসঙ্গে নিশীতা বড়–য়া বলেন, ‘আজকাল সামাজিক সম্প্রীতি কমে যাচ্ছে মানুষের মধ্যে। তাই নিয়ে একটি নারী ফাউন্ডেশনের উদ্যোগ। আসলে যেকোনো বার্তা স্বাভাবিকভাবে বললে মানুষ যেভাবে নেয়, গানে গানে বললে হয়তো আরো গভীরভাবে আত্মস্থ করে। চট্টগ্রামের ভাষায় গানটি করে খুবই ভালো লেগেছে। এর আগেও চট্টগ্রামের ভাষায় গান গেয়েছি। কিন্তু এটি অন্যান্য গানের চেয়ে একটু ব্যতিক্রম। আশা করি শ্রোতা দর্শকের ভালো লাগবে।’ গীতিকার আশিক বন্ধু বলেন, ‘এই গান আমার জীবনের সেরা গান। যে গানটি আমাকে কাঁদিয়েছে, ভাবিয়েছে মানুষ, মানবতা ও সততা নিয়ে। এমন ভালো গান আমি নিয়মিত লিখে যেতে চাই, যে গান আমাকে শান্তি দেবে নির্দ্বিধায়। সুমন দার সুুরে ছুঁয়ে গেছে আমার বুক।’ সঙ্গীত পরিচালক সুমন কল্যাণ বলেন, ‘নিশীতা সবসময়ই ভালো গায়, শুধু ভালো গায় বললেও ভুল হয়, খুবই ভালো গায় নিশীতা। এর আগেও আমার সুর সঙ্গীতে বেশ কিছু গান গেয়েছে। এই গানটিও তার কণ্ঠে অসাধারণ হয়ে উঠেছে। গানের কথাও চমৎকার। আমি খুব আশাবাদী গানটি নিয়ে।’ এদিকে নিশীতার ‘হিয়া’ গানটি এরই মধ্যে এক কোটি ভিউয়ার্স উপভোগ করেছে। তার গাওয়া কোনো মৌলিক গান এবারই প্রথম কোটির ঘর অতিক্রম করল। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত নিশীতা। এরই মধ্যে দু’টি স্টেজ শোতেও পারফর্ম করেছেন তিনি। নিশীতা জানান, আপাতত কোনো স্টেজ শো নেই। তবে হঠাৎ করে আবার স্টেজ শোতে মেতেও উঠতে পারেন বলে জানান তিনি। এর আগে নিশীতার কণ্ঠে আবারো গাওয়া আরতি মুখার্জির ‘তখন তোমার একুশ বছর বোধয়’ (প্রায় এক কোটি ৪১ লাখ) ও লতা মুঙ্গেশকরের ‘আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো’ (প্রায় এক কোটি ৭০ লাখ) গানটি কোটির ঘর স্পর্শ করে। নিশীতার গাওয়া ‘সামাজিক সম্প্রীতি’ গানটি একটি নারী উন্নয়ন সংস্থার পেজ ও ইউটিউব চ্যানেলে শিগগিরই প্রকাশ হবে।

 


আরো সংবাদ



premium cement
চীনা কোম্পানি বেপজা অর্থনৈতিক জোনে ১৯.৯৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মৃত মায়ের গর্ভে জন্ম নিলো নতুন প্রাণ দুই ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদ সমাবেশে কেউ মারা যায়নি : পুলিশ সুপার হামাসকে কাতার ছাড়তে হবে না, বিশ্বাস এরদোগানের জাহাজভাঙা শিল্পে শ্রমিক নিরাপত্তার উদ্যোগ ভালো লেগেছে : সীতাকুন্ডে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ১০ দেশের অংশগ্রহণে সামরিক মহড়া শুরু করল আরব আমিরাত গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের পর ২ হাজার ফিলিস্তিনি নিখোঁজ ৯ বছর পর সৌদি আরবে আসছে ইরানি ওমরা কাফেলা দুই ভাইকে পিটিয়ে হত্যা : প্রতিবাদ সমাবেশে পুলিশের হামলার নিন্দা হেফাজতে ইসলামের ভর্তি পরীক্ষায় জবিতে থাকবে ভ্রাম্যমাণ পানির ট্যাংক ও চিকিৎসক মিয়ানমার থেকে ফেরত আসা বাংলাদেশীরা কারা?

সকল