২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ফাতিমা রূপে এলিনা শাম্মি

-

একসময় শিক্ষকতা করতেন এলিনা শাম্মি। শিক্ষকতায় তার সহকর্মী ছিলেন সঙ্গীতশিল্পী তিমির নন্দী। তিনিই এলিনা শাম্মির মধ্যে সংস্কৃৃতি অঙ্গনে নিজেকে আলোকিত করার প্রতিভা দেখেছিলেন। আর তাই তিনিই একদিন শাম্মিকে দেশটিভিতে কিংবদন্তি অভিনেতা, সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের কাছে নিয়ে গেলেন। সেই চ্যানেলেরই ‘দূরপাঠ’ অনুষ্ঠানের উপস্থাপনা দিয়ে মিডিয়াতে এলিনা শাম্মির যাত্রা শুরু। এলিনা শাম্মি, এমনই একজন মানুষ যিনি তার অতীত অনায়াসে স্বীকার করতে ভালোবাসেন। জীবন চলার পথে ভীষণ আশাবাদী আর স্বপ্নবাজ এই মানুষটির নতুন একটি সিনেমা ‘জানোয়ার’ আজ ১৪ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে। এটি নির্মাণ করেছেন রায়হান রাফি। সিনেমাটিতে তিনি অভিনয় করেছেন ফাতিমা চরিত্রে। সিনেমাটির গল্পে ফাতিমা খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র। সিনেমাটিতে আরো যারা অভিনয় করেছেন তাদের প্রত্যেকের ভাষ্য ফাতিমা চরিত্রে এলিনা শাম্মি দুর্দান্ত অভিনয় করেছেন। এর আগেও এলিনা শাম্মি অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু ‘জানোয়ার’ নিয়ে ভীষণ আশাবাদী তিনি। শাম্মি বলেন, ‘একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি। এই সিনেমার মাধ্যমে যে ম্যাসেজটা দেয়ার চেষ্টা করা হয়েছে তাতে যদি একজন মানুষও নিজেকে পরিবর্তন করে তাহলেই আমাদের সবার শ্রম সার্থক হবে। আমরা চাই আমাদের সমাজ ধর্ষণমুক্ত হোক, সবাই এ ব্যাপারে সচেতন হোক।’ এলিনা শাম্মি জানান, একসময় উপস্থাপনায় বেশি ব্যস্ত থাকলেও অভিনয়ই তার এখন পেশা। তবে বিশেষ বিশেষ দিবসে বিশেষ অনুষ্ঠানের উপস্থাপনা করেন তিনি। শাম্মির ভাষ্যমতে, কাজের প্রতি একাগ্রতা, বিনয় আর সততা যা আমি করি, তা করলে একজন মানুষ তার লক্ষ্যে পৌঁছবেই, ইনশাআল্লাহ। আর অভিনয়ের জন্য যেমন অভিনয় জানা জরুরি ঠিক তেমনি উপস্থাপনার জন্য বাচনভঙ্গি, শুদ্ধ উচ্চারণ, শব্দচয়ন এবং উপস্থাপনায় পরিমিতি বোধটা জানা জরুরি। এলিনা শাম্মি প্রথম শাহ আলম কিরনের পরিচালনায় ‘৭১-এর মা জননী’ সিনেমায় অভিনয় করেন। পরবর্তীতে তিনি ‘স্বর্গ থেকে নরক’, ‘আমরা একটি সিনেমা বানাবো’, ‘লোনী’, ‘গন্তব্য’, ‘৫৭০’ সিনেমায় অভিনয় করেন। নতুন দুটি চুক্তিবদ্ধ হওয়া সিনেমা হচ্ছেÑ পঙ্কজ পালিতের ‘একটি না বলা গল্প’ এবং ইফতেখার শুভর ‘মুখোশ’। শাম্মি নিয়মিত অভিনয় করছেন এনটিভির ‘পরের মেয়ে’, চ্যানেল আইয়ের ‘সিম্পলের মধ্যে গর্জিয়াস’ ও বিটিভির ‘লকেট’ ধারাবাহিক নাটকে।


আরো সংবাদ



premium cement
ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭ বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী!  আমেরিকানরা কি ধর্ম থেকে সরে যাচ্ছে?

সকল