২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

অর্জন তানভীরের উচ্ছ্বাস অণিমা’র

-

বিনোদন সাংবাদিক, উপস্থাপক, গায়ক, সুরকার সঙ্গীত পরিচালক তানভীর তারেক প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন। গত ৩ ডিসেম্বর তথ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। সেই ঘোষণায় সুরকার হিসেবে তানভীর তারেকের নামও ঘোষিত হয়। তানভীর তারেক মাসুদ পথিক পরিচালিত ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় ‘আমার মায়ের আচল’ গানটির জন্য শ্রেষ্ঠ সুরকার হিসেবে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত হলেন। গানের সঙ্গীতায়োজনও করেছেন তানভীর তারেক। গানটি লিখেছেন হেদায়েত উল্যাহ মামুন। দীর্ঘ প্রায় দুই যুগ সঙ্গীত জীবনে নিয়মিত অধ্যবসায়ে ধৈর্য ধরে থাকার পর অবশেষে এই প্রাপ্তিতে ভীষণ আনন্দিত, উচ্ছ্বসিত, আবেগাপ্লুত তানভীর তারেক। তারই এই সাফল্যে তার স্ত্রী বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী অনিমা রায়ও বেশি উচ্ছ্বসিত। জীবনের এই অন্যতম প্রাপ্তি প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘যেহেতু এই গানে বিজয়ের মাস, ভাষা আন্দোলন’সহ দেশের নানান প্রাসঙ্গিক বিষয় উঠে এসেছে মুক্তিযুদ্ধের সময়কালীন সে কারণে এই গানটি নিয়ে মনে মনে আমার একটা যুদ্ধ করার ইচ্ছে ছিল। সেই যুদ্ধে আমি সফল হয়েছি। আমার গর্বের বিষয় হচ্ছে এটাই যে অনেকেই রোমান্টিক গান বা অন্য কোনো ঘরানার গানের জন্য পুরস্বারপ্রাপ্ত হন। কিন্তু আমি দেশের গানের সুর করার জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এটাও সত্যি যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তির পর পুরস্কারপ্রাপ্ত মানুষটার ফেলে আসা দিনের সংগ্রামী জীবনের গল্পের কথা শুনতে চায়। সেই সময়টা এসেছে আমার। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার বাবাকে, মরহু শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চু ভাইকে। বাচ্চু ভাইয়ের কারণেই সাউ-টেক’র কর্ণধার সুলতান মাহমুদ বাবুল ভাই আমাকে অনেক কাজ করার সুযোগ দিয়েছিলেন। যে কারণে আমি আজকের তানভীর তারেক। তাই আমার এই পুরস্কার আমি বাবুল ভাইকেই উৎসর্গ করলাম।’ অনিমা রায় বলেন, ‘আমাদের বিয়ের পর থেকেই আমি দেখে আসছি মায়াময় সুর সৃষ্টির জন্য তানভীর দিনরাত অনেক শ্রম দিয়েছে। সুর সৃষ্টির নেশা থেকে কখনোই সে দূরে সরে আসেনি। অনেক কষ্টের পর অনেক সাধনার পর আমার সংসারের শূন্য আঁচল ভরে গেলো তার সুরের মধ্যদিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমার ঘরে আসার মধ্যদিয়ে। এই আনন্দ, এই প্রাপ্তির সত্যিই কোনো ব্যাখা হয় না। শুধুই মনের গভীর থেকে অনুভব করা যায়।’ তানভীর তারেক জানান, মাসুদ পথিকেরই নতুন আরেকটি সিনেমার জন্য তিনি গান করছেন। তানভীর তারেক ভীষণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংবাদিক আতাউস সামাদ, রাশেদুন নবী, কবির বকুল ও গায়ক-সাংবাদিক সঞ্জীব দে’র কাছে।


আরো সংবাদ



premium cement