২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

এটা মমতাজ আপার অন্যরকম গান : চুমকি

-

নন্দিত নাট্যাভিনেত্রী ফারজানা চুমকির স্বামী জনপ্রিয় নাট্যাভিনেতা, নাট্যপরিচালক প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করেছেন। সরকারি অনুদানে মীর সাব্বির নির্র্মাণ করেছেন ‘রাত জাগা ফুল’ সিনেমাটি। এই সিনেমায় গান গেয়েছেন বাংলাদেশের বাউল সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগম। মীর সাব্বিরের লেখা এবং ইমন চৌধুরীর সুর সঙ্গীত করা সিনেমাটির টাইটেল সং ‘রাত জাগা ফুল’ গানটি গেয়েছেন মমতাজ বেগম। গত ১৮ নভেম্বর গানটিতে কণ্ঠ দেন মমতাজ। গানটি প্রকাশের আগেই গানটি শোনার সৌভাগ্য হয়েছে মীর সাব্বিরের স্ত্রী ফারজানা চুমকির। গানটি শোনার পর থেকেই বলা যায় প্রায় প্রতিদিনই গানটি নিজে নিজে বারবার গুনগুনিয়ে গাইছেন চুমকি। গানটি প্রসঙ্গে চুমকির সাথে কথা হলে চুমকি বলেন, ‘সাব্বির আমাকে প্রথম গানটি শুনতে দেয়। এরপর গানটি আমি আমার মতো করেই শুনতে থাকি। কিন্তু কণ্ঠটা যে মমতাজ আপার এটা আমার জানা ছিল না। আমি ভেবেছিলাম এই প্রজন্মের কোনো ভালো গায়িকা হয়তো গেয়েছেন। কিন্তু এই কণ্ঠটা যে মমতাজ আপার কণ্ঠ সাব্বির বলার পর আমি বুঝতে পারি। কারণ মমতাজ আপার কণ্ঠে যে ধরনের গান শুনে আমরা অভ্যস্ত সেই ঘরানার বাইরে একেবারেই অন্যরকম একটি গান গেয়েছেন মমতাজ আপা। এত চমৎকারভাবে তার কণ্ঠটি গানে ফুটে উঠেছে যে আমি রীতিমতো তার কণ্ঠে এই গান শুনে মুগ্ধ। সত্যিই মমতাজ আপা অসাধারণ গেয়েছেন। গানটির কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সাব্বিরের সিনেমার গান বলেই বলছি না, সত্যিই একটা অপূর্ব গান হয়েছে। আমার বিশ^াস গানটি সবারই ভালোলাগবে। মমতাজ আপার প্রতি অনেক শ্রদ্ধা ভালোবাসা রইলো চমৎকার একটি গান আমাদের সিনেমায় উপহার দেয়ার জন্য। তার প্রতি রাত জাগা ফুলের পুরো টিম কৃতজ্ঞ।’ জানা যায়, আগামী ২৫ ডিসেম্বর মুক্তি দেয়ার লক্ষ্যে মীর সাব্বির দ্রুত সিনেমার বাকী কাজ শেষ করছেন। সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, গীতরচনা ও পরিচালনা করেছেন মীর সাব্বির। সরকারি অনুদানের সাথে সিনেমাটির সহকারী প্রযোজক হিসেবে আছে মীর সাব্বিরের প্রযোজনা সংস্থা ‘ফুলঝুড়ি মিডিয়া লিমিটেড’।


আরো সংবাদ



premium cement
অবৈধ সম্পদ : এস কে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে চাপম্যান-আফ্রিদির উন্নতি থানচিতে ট্রাকে দুর্বৃত্তদের গুলি চীনের আনহুই প্রদেশের সাথে ডিএনসিসি’র সমঝোতা স্মারক সই আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষ : ২ শতাধিক ককটেল বিষ্ফোরণ, আহত ৫ রাঙ্গামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে নিহত ৬, আহত ৮ প্রতিবাদ সমাবেশকারীদের গ্রেফতারের নিন্দা জামায়াতের ‘সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না’ ফরিদপুরে বেইলি ব্রিজ অপসারণ করে স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ঈশ্বরদীতে তাপমাত্রা ৪১.২ ডিগ্রি বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়তে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য

সকল