২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

মনির খানের ২৫ বছর

-

মনির খান, তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী। ঝিনাইদহের সন্তান। আজ থেকে ২৫ বছর আগে ২৫ নভেম্বর বিউটি কর্নার থেকে তার প্রথম একক গানের অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ প্রকাশিত হয়েছিল। সেই হিসাবে আজ পেশাগতভাবে সঙ্গীত জীবনের ২৫ বছর অর্থাৎ রজতজয়ন্তী পূর্ণ করছেন তিনি। আর এ উপলক্ষে দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমধর্মী এক অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। আজ বেলা ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় তার প্রথম অ্যালবামের সাথে সংশ্লিষ্ট সবাইকে সম্মাননা জানানো হবে। মনির খানের জীবনের বিশেষ এই দিনে তার পাশে থেকে তার কাছ থেকে সম্মাননা গ্রহণ করবেন ‘তোমার কোনো দোষ নেই’ অ্যালবামের গীতিকার, সুরকার মিল্টন খন্দকার, সঙ্গীতায়োজক ফরিদ আহমেদ, বিউটি কর্নারের কর্ণধার নূরুল্লাহ মিলু, সাউন্ড ইঞ্জিনিয়ার পান্না আজম ও পোস্টার ডিজাইনার জহুরুল হক। সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার, মানাম আহমেদসহ আরো অনেকে।
অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনার দায়িত্বে রয়েছেন অধরা জাহান। নিজের প্রথম অ্যালবামের এমন একটি বিশেষ আয়োজন করতে পেরে ভীষণ খুশি মনির খান। মনির খান বলেন, ‘যাদের নাম বিশেষভাবে উল্লেøখ করা হয়েছে তারা ছাড়াও আরো অনেককে আমি খুঁজেছি যারা আমার প্রথম অ্যালবামটির সাথে সংশ্লিষ্ট ছিলেন। যেমনÑ যে ছেলেটি গান রেকর্ডিংয়ের সময় মাইক্রোফোনটা ধরতে সহযোগিতা করেছিল, যারা আমার পোস্টার রাত জেগে জেগে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় লাগিয়েছিল। কিন্তু তাদের পাইনি আমি, তাই কিছুটা কষ্ট তো রয়েছেই। তারপরও আল্লাহর অশেষ রহমতে আমি যতটুকু করতে পারছি, তাতেই সন্তুষ্ট। প্রথম অ্যালবামের জন্য আমি কোনো পারিশ্রমিক পাইনি, তা নিয়ে কোনো দুঃখবোধ ছিল না। কারণ প্রথম অ্যালবামে মানুষের যে ভালোবাসা পেয়েছি, তাতেই আমি আজকের মনির খান হয়ে উঠতে পেরেছি।’
মনির খান জানান, তার ‘মনির খান সংসদ’, ‘মনির খান ফ্যানস টুয়েন্টিফোর’ ও ‘মনির খান সংঘ’ই মূলত এই অনুষ্ঠানের আয়োজক। মনির খানের গানে হাতেখড়ি ওস্তাদ রেজা খসরুর কাছে। তার প্রকাশিত অ্যালবামের সংখ্যা ৪৩টি। এখন পর্যন্ত প্রায় ৫০০ সিনেমায় প্লেব্যাক করেছেন। প্রথম প্লেব্যাক করেন ‘সংসার সুখ-দুঃখ’ সিনেমায়। দ্বৈত গান তিনি সিনেমায় বেশি গেয়েছেন কনকচাঁপার সাথে। তাদের প্রথম দ্বৈতগান ‘ঈশ^র আল্লøাহ বিধাতা জানেন আমি তোমাকে কতটুকু চাই’। মনির খানের বাবা মো: মাহবুব আলী খান, মা মোছাম্মৎ মনোয়োরা খাতুন। তার স্ত্রী ইতি, দুই সন্তান মৌনতা ও মুহূর্ত।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়তে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগে ৫ জন‌ আটক ঈশ্বরদীতে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ তীব্র তাপদাহে খাবার স্যালাইন ও শরবত বিতরণ করল একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন গলাচিপায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু উপজেলা নির্বাচনে অনিয়ম হলে কঠোর হস্তে দমন করা হবে : ইসি শিশু সন্তান অপহরণ করে মুক্তিপণ দাবি, সৎ বাবাসহ গ্রেফতার ২ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা রা‌তে বৃ‌ষ্টি, দিনে সূর্যের চোখ রাঙানি শিশুদের হাইড্রেটেড-নিরাপদ রাখতে বাড়তি সতর্ক হওয়ার আহ্বান ইউনিসেফের অর্থ আত্মসাৎ: সাইমেক্স লেদারের এমডি ও তার স্ত্রী কারাগারে

সকল