১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বিশ্বজিতের হাতে আরো এক নতুনের সূচনা

-

কুমার বিশ^জিৎ, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব। গানে আধুনিকায়নে তিনিও নিজেকে সময়ের সাথে তাল মিলিয়ে নিয়ে চলেন বিধায় এখনো শ্রোতা দর্শকের কাছে ভীষণ প্রিয় কুমার বিশ^জিৎ। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তার জনপ্রিয়তা যেন বেড়েই চলেছে। সব বয়সী শ্রোতা দর্শকের কথা মাথায় রেখেই তিনি নতুন গান উপহার দেয়ার চেষ্টা করেন। বাংলাদেশের প্রথম মিউজিক্যাল ফিল্মের যাত্রা শুরু হয়েছিল কুমার বিশ^জিতের হাত ধরেই। সেই কুমার বিশ^জিতের হাত ধরেই এবার সঙ্গীতাঙ্গনে আরো একটি নতুন যাত্রা শুরু হলো। মিনিয়েচার প্রযুক্তি ব্যবহার করে প্রথমবারের মতো তার কোনো গানের মিউজিক ভিডিও নির্মিত হলো। সাধারণত এই প্রযুক্তি হলিউড বলিউডের সিনেমাগুলোতে এখন হরহামেশাই ব্যবহৃত হচ্ছে। এরই মধ্যে টানা চারদিন গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। তার এবারের গানের শিরোনাম ‘মেঘলা দিন’। গানটি লিখেছেন তাজু কামাল এবং সুর সঙ্গীত করেছেন আহম্মেদ হুমায়ূন। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
কুমার বিশ^জিৎ বলেন, ‘করোনার কারণে আমার অনেক কাজই আসলে আটকে ছিল। ঘর থেকে বের হবো কি হবো না এ নিয়েই বেশ দুশ্চিন্তায় সময় কাটছিল। আমার এই গানটির মিউজিক ভিডিওর জন্য পাহাড়ি নির্জন রাস্তায় একটি কফি শপের প্রয়োজন দেখা দিয়েছিল। এই ডিমান্ডের কথা ভেবেই মিনিয়েচার মাধ্যমে তৈরি করে গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ করি। গানটির জন্য বাইরের লোকেশন খুব ডিমান্ড করছিল। কিন্তু মিনিয়েচার মাধ্যমে ভিডিও নির্মাণ করার মধ্য দিয়ে ভালোভাবেই কাজটি সম্পন্ন হলো। চন্দনের জন্য নতুন ধারার এই কাজটি বেশ চ্যালেঞ্জের ছিল। আমিও খুব আশাবাদী কাজটি নিয়ে। যদি শ্রোতা দর্শকের ভালো লেগে যায় তাহলে আমার হাত ধরেই সম্ভাবনার নতুন এক দ্বারের সূচনা হবে। তাজু কামাল অসাধারণ লিখেছেন গানটি এবং আহম্মেদ হুমায়ূনও চমৎকার কাজ করেছে। আমি গানটি নিয়ে মন থেকেই খুব আশাবাদী।’ কুমার বিশ^জিৎ জানান, গানটি আগামী ডিসেম্বর ‘গানছবি এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। এদিকে মানাম আহম্মেদের রি-অ্যারেঞ্জসমেন্ট’-এ কুমার বিশ^বিজতের ‘বসন্ত ছুঁয়েছে আমাকে’, ‘তুমি ভুল করে এসেছিলে কি না জানি না’, ‘তুমি পাগল বলো’, ‘এখন অনেক রাত’ গানগুলো শিগগিরই আবারো কুমার বিশ^জিতের কণ্ঠেই প্রকাশ পাবে। এদিকে এখনো স্টেজ শোতে ফিরেননি তিনি।


আরো সংবাদ



premium cement