২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

নিলামে বিক্রি হলো বব ডিলানের কাগজপত্র

-

বব ডিলানের বেশ কিছু কাগজপত্র নিলামে বিক্রি করা হয়েছে। এর মধ্যে আছে অপ্রকাশিত গানের কথা। চার লাখ ৯৫ হাজার ডলারে বিক্রি হয়েছে এই কাগজগুলো।
বোস্টন-নির্ভর আর আর অকশন জানিয়েছে, শুক্রবার বব ডিলানের এই কাগজগুলো নিলামে তোলেন আমেরিকার ব্লুজ শিল্পী টনি গ্লোভার। তিনি ডিলানের দীর্ঘদিনের বন্ধু। এই কাগজগুলোর বেশির ভাগ যিনি কিনে নিয়েছেন তিনি নাম প্রকাশ করতে চাননি।
এই কাগজগুলোর মধ্যে আছে ডিলানের সাক্ষাৎকার, চিঠি, বারবারা স্ট্রেইস্যান্ডের জন্য লেখা ‘লে লেডি লে’, উডি গাথরির সাথে দেখা হওয়ার পর লেখা গানের কথা যা কখনই প্রকাশ পায়নি আগে।
পপ, রক এন রোল গানের জগতের বিশ্বজয়ী গায়ক বব ডিলান একাধারে সঙ্গীতশিল্পী, চিত্রশিল্পী, সঙ্গীত রচয়িতা ও গীতিকাব্য রচয়িতা। ২০১৬ সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন তিনি।
Ñইন্ডিয়ান এক্সপ্রেস


আরো সংবাদ



premium cement