২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ফাহমিদা নবীর ‘মন’

-

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী ‘মন’ শিরোনামের নতুন একটি গান গেয়ে ভীষণ উচ্ছ্বসিত। গত ২১ নভেম্বর ফাহমিদা নবী গানটির রেকর্ডিংয়ে অংশ নেন। গানটি লিখেছেন এই সময়ের শ্রোতা সমাদৃত গীতিকবি জামাল হোসেন এবং গানটির সুর করেছেন এস আই শহীদ এবং সঙ্গীতায়োজন করেছেন সালমান। গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘মন শিরোনামের চমৎকার এই গানটি গাওয়ার পর আমার এত বেশি ভালো লাগছে যে, আমার মনে হয়েছে যে অনেক অনেকদিন পর একটি দারুণ গান গেয়েছি। মূলত গজল আঙ্গিকের গান বহু বছর পর গেয়েছি আমি। গানটি লিখেছেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় জামাল হোসেন ভাই, যার কথায় এর আগেও আমি একটি গান গেয়েছিলাম। আর গানটির কথার সাথে সুরের চমৎকার সমন্বয় যা করেছে আমাদের এস আই শহীদ। এত দারুণ সুর করেছে যে আমি তার সুরে ভীষণ মুগ্ধ। আমাদের তরুণ প্রজন্মের সুরকার যারা কাজ করছে তারা সত্যিই ভীষণ মেধাবী। গানটি নিয়ে ভীষণ আশাবাদী আমি। আশা করছি সব শ্রেণীর শ্রোতা দর্শকের গানটি ভালো লাগবে।’ জামাল হোসেন জানান, শিগগিরই গানটির মিউজিক ভিডিও নির্মাণ শেষে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। এদিকে এরই মধ্যে ফাহমিদা নবীকে গত ২১ নভেম্বর সন্ধ্যায় এটিএন বাংলার ‘উইকলি নিউ রেসিপি’ অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন লবি রহমান। গতকাল বাংলাদেশ সময় রাত ১০টায় ফাহমিদা নবী একটি ফেসবুক লাইভ অনুষ্ঠানেও অংশ নেন। তিন দিন আগে ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার এটিএন বাংলার মিউজিক্যাল শোতে গান গেয়ে শ্রোতা দর্শককে মুগ্ধ করেন। ফাহমিদা নবী জানান, এরই মধ্যে তিনি আগুনের সাথে ফোয়াদ নাসের বাবুর সুরে নতুন একটি গানও গেয়েছেন। এই গানটি নিয়েও ফাহমিদা নবী ভীষণ আশাবাদী। এ ছাড়াও ফাহমিদা নবী জানান, কবির বকুলের কথায় ও বাপ্পা মজুমদারের সুর সঙ্গীতে আরো একটি গানে তিনি কণ্ঠ দিয়েছেন। গানটিতে তার সহশিল্পী হিসেবে আছেন নতুন একজন কণ্ঠশিল্পী। ফাহমিদা নবীর নিজস্ব একটি ইউটিউব চ্যানেল ‘আনমোল প্রেজেন্টস-এর জন্যও তাকে এখন ভাবতে হচ্ছে। ফাহমিদা নবী সর্বশেষ নিজেরই লেখা গান ‘তোমায় একটি গান শোনাবো’র সুর করেছেন। তার সুরে বিভিন্ন সময়ে সৈয়দ আবদুল হাদী, শাকিলা জাফর, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদারসহ অনেকেই গান গেয়েছেন।

 


আরো সংবাদ



premium cement
অবন্তিকার আত্মহত্যা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবারো নামঞ্জুর পাথরঘাটায় বদর দিবস পালনে দেড় হাজার মানুষের ইফতারি আদমদীঘিতে ৭২ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : মন্ত্রী গাজীপুরে গাঁজার বড় চালানসহ আটক ২ দুই ঘণ্টায় বিক্রি হয়ে গেল ২৫০০ তরমুজ ড. ইউনূসের ইউনেস্কো পুরস্কার নিয়ে যা বললেন তার আইনজীবী একনেকে ৮৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : আব্দুর রহমান

সকল