১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

অভিনয়ে নেই একযুগ ফিরছেন না সহসা...

-

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত নায়িকা শাবনাজ প্রথম সিনেমা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমাতে অভিনয় করেই সারা দেশে সাড়া ফেলেছিলেন। সেই সময়কার দর্শকের কাছে শাবনাজ-নাঈম সিনেমার প্রিয় তারকা জুটিতে রূপান্তরিত হয়েছিলেন। যে কারণে তারা দু’জন পরবর্তীতে টানা কয়েক বছর জুটি হিসেবে সিনেমায় অভিনয় করেছিলেন আলোচনার শীর্ষে। তবে ১৯৯৪ সালের ৫ অক্টোবর শাবনাজ নাঈমকে বিয়ের পর ধীরে ধীরে সিনেমাতে কাজ করা কমিয়ে দেন এবং এক সময় এসে দু’জনেই সিনেমায় কাজ করা বন্ধ করে দেন। সিনেমার রূপালি পর্দায় শাবনাজকে সর্বশেষ দর্শক দেখেছেন কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান পরিচালিত ‘ডাক্তার বাড়ি’ সিনেমায়। সিনেমাটি ২০০৮ সালে মুক্তি পায়। এর পর আর নতুন কোনো সিনেমাতে শাবনাজকে দেখা যায়নি। প্রয়াত বরেণ্য নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুনের ‘জনম জনম’ ধারাবাহিক নাটকে অভিনয়ের পর নাটকে অভিনয়েও আর দেখা যায়নি তাকে। এই ধারাবাহিকটি প্রচার হতো এটিএন বাংলায়। চলতি বছরেই শাবনাজ বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হয়েছেন। তবে কী অভিনয়ে ফিরছেন আপনি? এমন প্রশ্নের জবাবে শাবনাজ বলেন, ‘সত্যি বলতে কী, সিনেমা বা নাটকে অভিনয়ের প্রস্তাব যে একেবারেই আসে না তা কিন্তু নয়। কিন্তু আমি যে ধরনের সিনেমা নাটকে অভিনয় করতে চাই সেই ধরনের গল্প কিন্তু আমি পাই না। ঘোষণা দিয়ে কিন্তু অভিনয় ছেড়ে দেইনি। আমি যেভাবে এখন আমার জীবনে অভ্যস্ত, যেভাবে চলাফেরা করে অভ্যস্ত সেই ভাবনা মাথায় রেখে যদি কেউ গল্প লিখেন এবং গল্প যদি আমার পছন্দ হয় তাহলে হয়তো অভিনয়ে ফেরার বিষয়টি ভেবে দেখা যেতে পারে। তবে দীর্ঘদিন অভিনয়ে নেই বলে ফেরার আগ্রহটাও কিন্তু প্রবল নয়। আমার এবং নাঈমের প্রতিদিনের গল্পে কিন্তু সিনেমা জীবনের দিনগুলোর কথা কিন্তু চলেই আসে। আমরাও ভীষণ মিস করি সেসব ফেলে আসা দিনগুলো।’ এদিকে আজ শাবনাজের জন্মদিন। জন্মদিন উপলক্ষে নেই বিশেষ কোনো আয়োজন। কারণ করোনার কারণে সবাই ঘরেই নিরাপদে সময় কাটাচ্ছেন। শাবনাজ জানান, স্বামী চিত্রনায়ক নাঈম ও দুই কন্যা নামিরা ও মাহাদিয়ার সাথেই সময় কাটবে তার। শাবনাজের বাবা স ম হুমায়ূন ছিলেন একজন গুণী নাট্যব্যক্তিত্ব। বাবাকে মঞ্চে অভিনয়ে দেখেই মূলত অভিনয়ের প্রতি তার আগ্রহ জন্মায়। সিনেমার রূপালি পর্দায় বাবার সাথেই সিনেমা দেখেছেন প্রয়াত চাষী নজরুল ইসলামের ‘চন্দ্রনাথ’, ‘শুভদা’সহ আরো কয়েকটি সিনেমা। মূলত সাহিত্যনির্ভর সিনেমাগুলোই তার বাবা সাথে করে নিয়ে হলে দেখাতেন শাবনাজকে।

 

 


আরো সংবাদ



premium cement
মোস্তাফিজের বিকল্প ভাবছে চেন্নাই, দলে ভিড়িয়েছে এক ইংলিশ পেসার বিদেশ যাওয়া হলো না আশরাফুলের, বাসচাপায় মামাসহ নিহত ‘সন্ত্রাসীদের ঘরে ঢুকে মারা’ বিষয়ে নরেন্দ্র মোদির মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া মাতৃভূমি রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য : সেনাপ্রধান ব্রিটিশ হাই কমিশনারের সাথে বিএনপি নেতাদের বৈঠক ১ হাজার টাকার জন্য পেশাদার ছিনতাইকারীরা খুন করে ভ্যানচালক হারুনকে দেশের মানুষ পরিবর্তন চায় : মতিউর রহমান আকন্দ টানা ১১ জয়ে ডিপিএলের প্রথম পর্ব শেষ করলো আবাহনী দেশে করোনায় আরো একজনের মৃত্যু উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনের অংশ নিতে মানা সবল-দুর্বল ব্যাংক একীভূত করার কাজ শেষ হতে কত দিন লাগবে?

সকল