২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মোমিনের সুরে আসছে নতুন ১০ গান

-

এম এ মোমিন, রাজধানীর সরকারি সঙ্গীত কলেজের একজন শিক্ষক। সঙ্গীত কলেজ থেকেই বি মিউজিক ও এম মিউজিক সম্পন্ন করে ২০১৭ সালের মার্চ থেকে তিনি সরকারি সঙ্গীত কলেজেই নজরুল সঙ্গীতের শিক্ষক হিসেবে পেশাগতভাবে দায়িত্ব পালন করছেন। তবে একজন শিক্ষক হিসেবে যাত্রা শুরুর আগে থেকেই একজন সঙ্গীতশিল্পী হিসেবেই তিনি পরিচিত গানের ভুবনে। প্রথম তিনি গান শিখেন বগুড়ার রিপন দত্তের কাছে। পরবর্তীতে মোমিন স্বপন দত্ত, মফিজুর রহমান, সঞ্জীব দে, এম এ শোয়েব, শহীদুল ইসলাম সুমন ও ফেরদৌস আরার কাছে বিভিন্ন সময়ে গানের তালিম নিয়েছেন। তার প্রথম প্রকাশিত মৌলিক গান হচ্ছে ‘আকাশ ভরা তারা’। গানটি লিখেছিলেন মোমিন ও কনক, সুর করেছিলেন মোমিন নিজেই। এটি গাজী টিভিতে প্রচার হয়েছিল ২০১১ সালে। পরবর্তীতে ‘ঘোমটা পড়া চাঁদ’, ‘তুমি চলে গেছ বলে’সহ চলচ্চিত্র ‘শেষ কথা’য় প্লেব্যাক করেছেন তিনি সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের লেখা ও বাসু দেব ঘোষের সুর সঙ্গীতে। আজিজুল হাকিম পরিচালিত ‘ভূতের নাম একা’ টেলিফিল্মে একটি গানে কণ্ঠ দেন। মোমিন জানান, এ ছাড়াও বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন নাটকেও গান গেয়েছেন। তবে এই মুহূর্তে মোমিন সবচেয়ে বেশি ব্যস্ত নিজের সুরে ১০টি গানের কাজ নিয়ে। সবগুলো গানই লিখেছেন শামসুল আলম। গানগুলোর সঙ্গীতায়োজন করছেন কে এইচ রিপন। এরই মধ্যে মোমিনের সুরে গান গেয়েছেন সোহেল মেহেদী, এম এ মোমিনের স্ত্রী আশা খন্দকার, সূচিতা, অনন্যা। মোমিন জানান, তিনি নিজেও এই প্রজেক্টের দু’-তিনটি গানে কণ্ঠ দেবেন। প্রতিটি গানের কথা ও সুর নিয়ে ভীষণ আশাবাদী মোমিন।

 


আরো সংবাদ



premium cement
ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭ বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী!  আমেরিকানরা কি ধর্ম থেকে সরে যাচ্ছে?

সকল