২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

পূর্বপুরুষের ভিটায় ফিরতে চান সাইফ আলী খান!

-

বাবার ঐতিহ্যকে বাদ দিয়ে মায়ের সূত্রে সাইফ আলী খান নিজের ক্যারিয়ার গড়েছেন বলিউড অভিনেতা হিসেবে। তবে বরাবরই তিনি সাক্ষাৎকারে বলেছেন, ‘পূর্বপুরুষের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা এতটুকু কমতি নেই আমার। ক্যারিয়ার অন্য ব্যাপার; এটা সময়ের সাথে মিল রেখে সিদ্ধান্ত নিতে হয় আর পারিবারিক ঐতিহ্য রক্তের সাথে মিশে থাকে।’ সাইফের এই কথারই যেন নতুন করে প্রমাণ মিলল সম্প্রতি পতৌদি প্যালেসে মাস খানেন ছুটি কাটিয়ে আসার পর। ভারতীয় পত্রিকা মুম্বাই মিরর তাকে প্রশ্ন করেছিলÑ পূর্বপুরুষের ভিটায় স্থায়ীভাবে ফিরতে চান কি না? জবাবে ছোট নবাব বলেন, ‘আমি ফিরতে পারব এবং সেটা মনে হয় দারুণ একটা জীবন হবে। আমার একটা আস্ত বাগান রয়েছে, আমি সাঁতার কাটব, রান্না করব, বই পড়ব এবং সাথে থাকবে পরিবার, মাঝে মধ্যে বন্ধুরা আসবে গল্প হবে, আড্ডা জমবে। আমি এটাই করে আসছি দীর্ঘ সময় ধরে, আমাদের মুম্বাইতেও একটা অ্যাপার্টমেন্ট রয়েছে, তাই কাজের প্রয়োজনে আমরা সহজেই আসতে পারব এখানে। তবে আমাদের একটা ভালো স্কুল প্রয়োজন (পতৌদি প্যালেসের) আশপাশে।’
সাইফ আলী খানের দাদা ইফতিখার আলী খান ছিলেন পতৌদির অষ্টম নবাব। ১৯৪৬ সালে ইংল্যান্ড সফরে ভারত জাতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। পরবর্তীকালে তার ছেলে মনসুর আলী খান পতৌদিও ভারত ক্রিকেট দলের নেতৃত্ব দিয়েছেন। ভারতে বাবা-ছেলের অধিনায়ক হওয়ার একমাত্র নজির তারাই। এ ছাড়া উর্দু কবি মির্জা গালিবের আত্মীয়ও তারা।
ভারতের হরিয়ানার গুরুগ্রামে এখনো আগের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে পতৌদি প্যালেস। নবাবী আমল না থাকলেও সাইফরা সেখানে নবাব হিসেবেই পরিচিত। অনেকেই সাইফদের প্রাসাদকে ইব্রাইম কুঠি হিসেবেও উল্লেখ করে থাকেন। ১০ একর জায়গাজুড়ে বিস্তৃত এ প্রাসাদে রয়েছে ১৫০টি কক্ষ।
সাইফ আলী খান আরো যোগ করেন তাদের পরিবারের ট্রাস্ট থেকে অনেক জমি স্থানীয় কৃষকদের দেয়া হয়েছে চাষের জন্য। তিনি ব্যক্তিগত উদ্যোগে পতৌদির স্থানীয়দের জন্য কিছু উদ্যোগ নিয়েছেন। মেয়ে শিশুদের শিক্ষা, অ্যাসিড আক্রমণের শিকার মেয়েদের সাহায্য করে ‘দ্য পতৌদি ট্রাস্ট’। এসব উদ্যোগ আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সাইফ।
সম্প্র্রতি এক মাস ছেলে তৈমুরকে নিয়ে পতৌদি প্যালেসে কাটিয়ে মুম্বাই ফিরেছেন সাইফ। এত সময় তিনি আগে কখনো এ প্রাসাদে কাটাননি। অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, ‘তৈমুর এখন বেশ বড় হয়ে গেছে, সে প্রকৃতির সাথে এখন অনেকটা একাত্ম। ভয় পাওয়া তো দূরের কথা পতৌদিতে পৌঁছলে সেখানে সে পোকামাকড় কিংবা প্রজাপতির পিছু ধাওয়া করে। গাছের আড়ালে লুকোচুরি খেলে। কাঠবিড়ালিকে বিস্কুট খাওয়ায়। গ্রামের অনেক বিষয়ে সে এখন অভ্যস্ত হয়ে উঠেছে।’
অন্য দিকে, সাইফ ও কারিনা তাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায়। দ্বিতীয়বার বাবা হওয়ার বিষয়ে সাইফ জানান, ‘ছেলেমেয়ে মানুষ করার জন্য এটা একদম পারফেক্ট বয়স। আপনার যখন বয়স কম থাকে, তখন আপনি নিজেকে নিয়েই বেশি ব্যস্ত থাকবেন ক্যারিয়ার নিয়ে। তবে এখন এ বয়সে এসে অনেক বেশি স্থির, আর্থিকভাবে সচ্ছল, আপনার হাতে সময় অনেক বেশি সাথে ধৈর্য। ভালোবাসার পাশাপাশি সন্তানের জন্য এগুলো থাকাও খুব জরুরি। আর নিজের জন্মভিটার চেয়ে ভালো জায়গা আর কিই বা হতে পারে এ মুহূর্তগুলো উপভোগ করার জন্য! রোববার সকালে ঘুম থেকে উঠে বড় বিছানায় বই পড়ার আনন্দ আর আপনাকে ঘিরে থাকবে স্ত্রী ও সন্তানরা।’
অন্য দিকে, ৮০০ কোটি টাকার বিনিময়ে একটি হোটেল চেনের কাছ থেকে নিজের পৈতৃক সম্পত্তি পতৌদি প্যালেস নতুন করে কেনার খবর অস্বীকার করেছেন সাইফ আলী খান। তার কথায় পতৌদি প্যালেসের মূল্য নির্ধারণ সম্ভব নয়, কারণ ওটি ‘দুর্লভ’ এবং ৮০০ কোটি টাকার বিষয়টি ‘অতিরঞ্জিত’। ‘বাবা যখন ওই প্যালেস লিজ দিয়েছিলের তখন অমন (নাথ) ও ফ্রান্সিস (ওয়াকজিরাং) সেই হোটেল চালাত। ওরা একেবারেই আমাদের পরিবারের মতো। আমার মায়ের সেখানে আলাদা কটেজ ছিল, উনি যেকোনো সময় সেখানে যেতে পারতেন’ জানান সাইফ আলী খান। উল্লেøখ্য, ফ্রান্সিস ওয়াকজিরাং ও অমন নাথ যৌথভাবে মনসুর আলী খান পতৌদির (সাইফের পিতা) কাছ থেকে ১৭ বছরের জন্য লিজে পতৌদির প্যালেসটি নিয়েছিলেন হোটেল ব্যবসার জন্য। ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত ‘দ্য পতৌদি প্যালেস’ হোটেল হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর সেটি সাইফ পুনরুদ্ধার করে নেন।
সাক্ষাৎকারে সাইফ আরো জানান, তিনি আগে থেকেই ওই সম্পত্তির মালিক ছিলেন, তাই নতুন করে সেটি নীমরানা গ্রুপের কাছ থেকে কেনার প্রশ্নই ওঠে না। তবে নির্দিষ্ট কিছু আর্থিক লেনদেন করতে হয়েছিল এটা সত্যি।
মুম্বাই মিরর অবলম্বনে


আরো সংবাদ



premium cement
জামালপুরে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার অবৈধ গাড়ি কালীগঞ্জে আওয়ামী লীগে বিভেদ শরীয়তপুরে বৃদ্ধি পাচ্ছে ভুট্টার আবাদ মিরসরাইয়ে ৩ দিনের ব্যবধানে কেজিপ্রতি আলুতে দাম বেড়েছে ১০ টাকা ফরিদপুরের পদ্মাপাড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২৩ এস্কেভেটর ও ৮ ট্রাক ফেলে পালালো বালুদস্যুরা বরগুনায় দুই সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা গলাচিপায় নির্বাচনী মাঠে সম্ভাব্য প্রার্থীরা নাটোরে চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবীবকে শোকজ হোসেনপুরে গ্রামের গ্রাহকরা দিনে এক ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছেন না ঈদগাঁওতে আচরণবিধি লঙ্ঘন করায় ৭ প্রার্থীকে জরিমানা গাজীপুরে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন

সকল