২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

চঞ্চল মাহমুদের আলোকচিত্র প্রদর্শনীতে সানী-মৌসুমী

-

দেশের কিংবদন্তি ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ ও তার সহধর্মিণী রায়না মাহমুদের ‘যুগলবন্দী’ আলোকচিত্র প্রদর্শনী হওয়ার কথা ছিল ২০১৯ সালে। কিন্তু ২০১৯ সালের অক্টোবর মাসে রায়না মাহমুদ ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে সেই সময় আর তা করা সম্ভব হয়ে উঠেনি। রায়না মাহমুদের ক্যান্সারের চিকিৎসা চলতি মাসেই শেষ হওয়ার কারণে কিছুটা সুস্থ হয়ে তারা তাদের দেয়া কথা রাখতে গিয়েই শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডির রোড-৬-এ অবস্থিত গ্যালারিতে শুরু হয়েছে ‘যুগলবন্দী’ শিরোনামের আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেছেন বাংলাদেশের সিনেমার সফল এবং অনুসরণীয় তারকাদম্পতি ওমরসানী ও প্রিয়দর্শিনী মৌসুমী। বিষয়টি নিশ্চিত করেছেন ওমর সানী মৌসুমী দু’জনেই। প্রদর্শনীতে প্রধান অতিথি থাকা প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘এই ধরনের চিত্রপ্রদর্শনীতে আমার কখনোই আমার কিংবা মৌসুমীর অতিথি হিসেবে থাকার সুযোগ হয়ে উঠেনি। চঞ্চল ভাইয়ের মতো কিংবদন্তি একজন ফটোগ্রাফারের চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি থাকার বিষয়টি সত্যিই আমার জন্য অনেক বড় সারপ্রাইজের মতোই মনে হচ্ছে। আমি ভাই এবং ভাবীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।’ প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, ‘চঞ্চল ভাই যেদিন আমাকে এমন একটি অনুষ্ঠানে প্রথম যেদিন উপস্থিত থাকার কথা বলেন সে দিনই আসলে আমি সম্মতি জানাই। চঞ্চল ভাই আমার গুরুজন। তার ক্যামেরার ফ্রেমেই আমি নিজেকে প্রথম বন্দী করি। সেই স্মৃতি এখনো আমার চোখে উজ্জ্বল। তার এমন একটি অনুষ্ঠানে আমি এবং সানী উপস্থিত থাকতে পারব, এটা সত্যিই ভীষণ ভালোলাগার।’ চঞ্চল মাহমুদ বলেন, ‘আমার হাত ধরে মিডিয়াতে অনেকেই এসেছেন। সবাই ভুলে গেছেন আমাকে, কেউ মনে রাখেননি। শুধু মৌসুমী এবং তার স্বামী সানীই আমাকে , আমাদেরকে মনে রেখেছেন। গেলো একটি বছর যে বিপদের মধ্যদিয়ে আমরা সময় পার করেছি তাতে কাউকেই পাশে পাইনি, পেয়েছি তাদের দু’জনকে। আমি এবং আমার স্ত্রী তাদের কাছে ঋণী। আজো যে তারা আমার অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এটাও আমাদের জন্য সত্যিই অনেক বড় পাওয়া। তাদের প্রতি আমি ঋণী, তাদের ভালোবাসার কাছে হেরে গেলাম। আল্লাহ তাদের সুস্থ রাখুন, ভালো রাখুন।’ চঞ্চল মাহমুদ জানান, আগামী ২৭ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। চঞ্চল মাহমুদ জানান, প্রদর্শনীতে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে পুরস্কারপ্রাপ্ত তার এবং তার স্ত্রীর ৭০টি ছবি স্থান পাবে। শুধু প্রিয়দর্শিনী মৌসুমীর তিনটি ছবি একই ফ্রেমে স্থান পাবে, তবে এই ফ্রেমটি বিক্রির জন্য নয়।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ অবন্তিকার আত্মহত্যা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবারো নামঞ্জুর পাথরঘাটায় বদর দিবস পালনে দেড় হাজার মানুষের ইফতারি আদমদীঘিতে ৭২ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : মন্ত্রী গাজীপুরে গাঁজার বড় চালানসহ আটক ২ দুই ঘণ্টায় বিক্রি হয়ে গেল ২৫০০ তরমুজ ড. ইউনূসের ইউনেস্কো পুরস্কার নিয়ে যা বললেন তার আইনজীবী

সকল