২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

‘বেস্ট ফ্রেন্ড থ্রি’তে তারা চারজন

-

এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা জোভান প্রবীর রায় চৌধুরী পরিচালিত ‘বেস্ট ফ্রেন্ড’এ অনবদ্য অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছিলেন। বলা যায় অভিনেতা হিসেবে ‘বেস্ট ফ্রেন্ড’এ অভিনয় করে জোভান তার ভক্ত দর্শকের কাছে আরো অনেক বেশি প্রিয় হয়ে উঠেন। নাটকটিতে অভিনয়ের জন্য প্রশংসিত হন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীও। এতে আরো অভিনয় করেছিলেন আদর ও শহীদ উন নবী। নাটকটি দর্শকপ্রিয়তা পাওয়ার পর একই ঘরানার গল্প নিয়ে প্রবীর রায় চৌধুরী নির্মাণ করেছিলেন ‘লাভ ভার্সেস ক্রাশ’ এবং ‘বেস্ট ফ্রেন্ড টু’ নাটকটি। তবে ‘বেস্ট ফ্রেন্ড টু’তে জোভান ছাড়া অন্যান্য শিল্পী পরিবর্তিত হয়। বেস্ট ফ্রেন্ডের গল্পের আবহে এবার নির্মিত হলো ‘বেস্ট ফ্রেন্ড থ্রি’। এতে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী, জোভান, আদর ও শহীদ উন নবী। নাটকটির গল্প রচনা করেছেন প্রবীর রায় চৌধুরী নিজেই। এরই মধ্যে রাজধানীর উত্তরা, চট্টগ্রামসহ বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। ‘বেস্ট ফ্রেন্ড থ্রি’ নাটকে কাজ করা প্রসঙ্গে মেহজাবিন চৌধুরী বলেন, ‘বেস্ট ফ্রেন্ড থ্রি’ নাটকে আমি ফারিয়া চরিত্রে অভিনয় করেছি। এবারের পর্বটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। আগের দুই পার্ট দর্শক বেশ পছন্দ করেছিলেন। তবে ‘বেস্ট ফ্রেন্ড থ্রি’তে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। যে কারণেই মূলত এবারের পর্ব নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। ধন্যবাদ পরিচালক প্রবীর রায় চৌধুরী দাদাকে নাটকটি বেশ আন্তরিকতা নিয়ে যতেœর সাথে নির্মাণ করার জন্য।’ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নির্মাতা, অভিনেতা শহীদ উন নবী বলেন, ‘আমি শুরু থেকেই এই নাটকের সাথে সম্পৃক্ত। একজন অভিনেতা হিসেবে বেস্ট ফ্রেন্ডের শুরু থেকেই বেশ সাড়া পেয়ে আসছি। আর এবারের পর্বটি আগের চেয়ে আরো অনেক বেশি আয়োজন করে করা। একটি অংশের শুটিং অস্ট্রেলিয়াতেও করা হচ্ছে। সত্যিকার অর্থে নির্মাতা অনেক যতœ নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। আমিও যেহেতু একজন নির্মাতা, তাই আমি বুঝি একজন নির্মাতা তার কাজে সর্বোচ্চ কতটা আন্তরিক হতে পারেন। বেস্ট ফ্রেন্ড থ্রি দর্শকের মনে দাগ কাটবে। জানা যায়, শিগগিরই নাটকটি আরটিভিতে প্রচারের পাশাপাশি সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে প্রচার হবে। ‘বেস্ট ফ্রেন্ড’ এনটিভির ইউটিউব চ্যানেলে ৭৫ লাখের বেশি ভিউয়ার্স, ‘লাভ ভার্সেস ক্রাশ’ সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে ৮৪ লাখেরও বেশি ভিউয়ার্স এবং ‘বেস্ট ফ্রেন্ড টু’ সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে ৩৪ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

 


আরো সংবাদ



premium cement