২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আবারো চলচ্চিত্রের গানে বাপ্পা মজুমদার

-

বাপ্পা মজুমদার, বাংলাদেশের একজন নন্দিত জনপ্রিয় কণ্ঠশিল্পী। আমাদের দেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী থেকে শুরু করে এই প্রজন্মের শিল্পীরাও বাপ্পা মজুমদারের সুর সঙ্গীতে গান গাওয়ার জন্য ব্যাকুল থাকেন। কারণ বাপ্পার গানে এক অন্যরকম সুরের মূূর্ছনা খেলা করে যা সঙ্গীতশিল্পীকে গাইতেও অনেক অনুপ্রেরণা জোগায়। একজন সঙ্গীত পরিচালক হিসেবে বাপ্পা মজুমদার প্রথম কাজ করেন হাছিবুল রেজা কল্লোল পরিচালিত ‘সত্ত্বা’ সিনেমায়। এই সিনেমায় তার সুর সঙ্গীতে গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জেমস ও মমতাজ বেগম। একই চলচ্চিত্রে একজন সুরকার হিসেবে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন বাপ্পা মজুমদার। তার শ্রেষ্ঠতর এই স্বীকৃতির রেশ ধরেই তিনি আবারো নতুন একটি সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন। ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতার জন্য চট্টগ্রামের বিপ্লবীদের সশস্ত্র অভ্যুত্থান উপমহাদেশের ইতিহাসের পাতায় বিশেষ স্থান দখল করে আছে। সেই ইতিহাসকে ধারণ করে নির্মিত হচ্ছে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে ‘ভালোবাসা প্রীতিলতা’ সিনেমাটি। সিনেমাটি নির্মাণ করবেন প্রদীপ ঘোষ। এই সিনেমারই সঙ্গীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন বাপ্পা মজুমদার। সিনেমাতে মোট চারটি গান থাকবে। এরই মধ্যে বাপ্পা মজুমদার একটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন বলে জানান। বাপ্পা মজুমদার বলেন, ‘আমার সুর সঙ্গীতে এরই মধ্যে একটি মৌলিক গানে আমি কণ্ঠ দিয়েছি। যেহেতু এটি একটি বিদ্রোহী গান তাই এতে আরো অনেক সঙ্গীতশিল্পীই কণ্ঠ দেবেন। আপাতত এই সিনেমার কাজ নিয়েও বেশ ব্যস্ত সময় কাটছে আমার। আরো একটি রবীন্দ্র সঙ্গীত এবং দ্বিজেন্দ্র লাল রায়ের দু’টি গান থাকবে এই সিনেমায়। সত্যি বলতে কী একটি ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে নির্মিতব্য এই সিনেমার দায়িত্ব পেয়ে আমি ভীষণ আনন্দিত। দর্শককে নিশ্চয়ই আরো ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা থাকবে আমার।’ বাপ্পা মজুমদার জানান, তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘বাপ্পা মজুমদার’-এ নতুন কিছু গান প্রকাশের জন্য নিজের কিছু গান নিয়েও ব্যস্ত রয়েছেন। ২০০৫ সালে প্রয়াত চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘সুভা’ সিনেমায় প্রথম প্লেব্যাক করেন। শাকিব খানের লিপে ‘চাঁদের হাসিতে বাঁধ ভেঙে যাবে’ গানটিই গেয়েছিলেন। গানটি লিখেছিলেন কবির বকুল এবং সুর সঙ্গীত করেছিলেন ইমন সাহা। বাপ্পা মজুমদারের গানের অ্যালবামগুলো হচ্ছেÑ ‘দিন বাড়ি যায়’, ‘ছুটি’, ‘কদিন পরেই ছুটি’, ‘ধুলো পড়া চিঠি’, ‘সূর্যস্নানে চল’, ‘রাত প্রহরী’, ‘রাতের ট্রেন’, ‘ফিরে এসো’, ‘হৃদয়পুর’ ইত্যাদি।

 

 


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল সেহেলী সাবরীন চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা

সকল