২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মঞ্চে ফিরলেন মমতাজ

-

করোনায় লকডাউনের দিনগুলোতে দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও সংসদ সদস্য মমতাজ বেগম নিজের এলাকাতেই ছিলেন। এলাকায় থেকেই এলাকাবাসীর নিয়মিত খোঁজখবর রাখার পাশাপাশি তাদের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছেন। তবে করোনার কারণে স্টেজশো বন্ধ হয়ে যাওয়ায় মমতাজের নিজ এলাকায় সাধারণ সঙ্গীতশিল্পী যারা তাদের আয় রোজগার বন্ধ ছিল। প্রায় সাত মাসেরও বেশি সেসব শিল্পীর পরিবার অনেকটাই অর্থনৈতিক দুরবস্থার মধ্যে সময় পার করছেন। তাদের কথা ভেবেই মমতাজ সম্প্রতি মানিকগঞ্জের সিঙ্গাইরের জয়মন্টব ইউনিয়নের ভাকুম গ্রামে মধুর মঞ্চতে অনেকটাই পূর্ব ঘোষণা ছাড়াই পালা গানের সন্ধ্যার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিল্পী সঙ্গীত পরিবেশন করেন। হঠাৎ উপস্থিত দর্শকের অনুরোধে মমতাজও পরপর তিনটি গান পরিবেশন করেন। নিজ এলাকার সাধারণ শিল্পীদের কথা বিবেচনা করে এখন থেকে করোনা পরিস্থিতি আরো স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতি মাসেই মধুর মঞ্চতে পালা গানের আয়োজন করা হবে বলে জানান মমতাজ। মমতাজ বলেন, ‘আমাদের গ্রামগঞ্জে যারা সেই অর্থে বিখ্যাত নন, কিন্তু খুউব ভালো গান, নিয়মিতই স্টেজ শো’তে গাইতেন তারা কিন্তু বেশ খারাপ অবস্থায় আছেন। যেহেতু মধুর মঞ্চটা বাউলদের মঞ্চ। তাই এভাবে যদি আমরা ছোট ছোট অনুষ্ঠান শুরু করতে পারি তাহলে সাধারণ শিল্পীদের জন্য তা খুবই উপকারের হয়ে দাঁড়াবে। আমি সবসময়ই আমার এলাকার মানুষের জন্য নিবেদিত, এলাকার বাউলশিল্পী, সাধারণ শিল্পীদের জন্য আমি নিবেদিত। আমার যত ব্যস্ততাই থাকুক না কেন প্রতি মাসে এই অনুষ্ঠান আপাতত চলতে থাকবে ইনশাআল্লাহ।’ মধুর মঞ্চ’তে অনুষ্ঠানে মমতাজের পাশে তার মা উজালা বেগমও ছিলেন। গেলো শুক্রবারই মমতাজ সিঙ্গাইরে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। উন্নয়ন প্রকল্পগুলো হলো বাস্তা-মানিকনগর সড়ক, ভূমদক্ষিণ-খাসেরচড় সড়ক ও কিটিংচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল ও গেট নির্মাণ। এলাকাবাসী মমতাজকে একটি বিশেষণেই তাকে বিশেষায়িত করেন, আর তা হলো বিগত এক যুগেরও বেশি সময় মমতাজ তার নিজ এলাকা সিঙ্গাইরকে সিঙ্গাপুরে পরিণত করেছেন। বিষয়টি মমতাজকে আগামী দিনে এলাকার জন্য আরো ভালো ভালো কাজ করার প্রবল অনুপ্রেরণা জোগায়। গেল দুই ঈদে করোনার মধ্যে দু’টি লাইভ শোতে অংশ নিয়েছেন মমতাজ। এ ছাড়াও এরই মধ্যে একটি স্টেজ শোতে অংশ নিয়েছেন তিনি। স্বাস্থ্যবিধি মেনেই তিনি স্টেজ শোতে অংশ নিয়েছেন। যদি এভাবে স্বাস্থ্যবিধি মেনে শোর আয়োজন করা হয় তবে তাতে অংশ নেবেন বলেও জানান মমতাজ। মমতাজ প্রথম ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। পরবর্তীতে ‘সত্তা’ সিনেমায় বাপ্পা মজুমদারের সুরে ‘না জানি কোন অপরাধে’ গানটির জন্য আবারো একই সম্মাননায় ভূষিত হন। গত বছর শ্রেষ্ঠ করদাতা হিসেবেও পুরস্কৃত হন মমতাজ।


আরো সংবাদ



premium cement