২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

দর্শকহীন মঞ্চে এমির ৭২তম আসর

-

করোনার জেরে এ বছর অ্যাওয়ার্ড শোয়ের ফরম্যাটেও বদল এসেছে। বাংলাদেশ সময় সোমবার ভোরে অনুষ্ঠিত হলো ৭২তম এমি অ্যাওয়ার্ড। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের স্টেপলস সেন্টারে ভার্চুয়াল রেড কার্পেটেই সন্তুষ্ট থাকতে হয়েছে তারকাদের। এই বছর সরাসরি বাড়ি থেকে রেড কার্পেট ইভেন্টে যোগ দিয়েছেন তারকারা। যদিও অনুষ্ঠানের সঞ্চালক জিমি কিমেল হাজির হয়েছিলেন স্ট্যাপেলস সেন্টার থেকেই। শুরুতেই তিনি বলেন, ‘হ্যালো, প্যান্ডেমিসে সবাইকে স্বাগত!’ ২০১২ ও ২০১৬ সালে আরো দু’বার তাকে এই দায়িত্ব দেয়া হয়েছিল। এবিসি নেটওয়ার্কে সম্প্রচারিত এই অনুষ্ঠানের দর্শক আসন এবার ফাঁকাই থাকল। তার বদলে তারকাদের প্রতিকৃতি রাখা হয়েছিল দর্শক আসনে। টেলিভিশনে উল্লেøখযোগ্য অবদানের জন্য এমি পুরস্কার দেয়া হয়ে থাকে। এটিকে ছোটপর্দার অস্কারও বলা হয়।
টেলিভিশন অ্যাকাডেমির ২৫ হাজারেরও বেশি সদস্যের ভোটে এবারের বিজয়ী তালিকা নির্বাচিত হয়েছে। তাদের বেশির ভাগই নিজেদের ঘরে বসে অনুভূতি প্রকাশ করেছেন অনলাইনে। এমির ৭২তম আসরে মনোনয়ন পাওয়া ১২৫ জনের বাসায় আগে থেকে রিং লাইট, এইচডি ক্যামেরা, ল্যাপটপ ও মাইক্রোফোন সরবরাহ করা হয়। অ্যাওয়ার্ডের জন্য প্রতিযোগিতায় থাকা প্রতিটি নেটওয়ার্ক এবং স্ট্রিমিং সাইট আগেই জানিয়েছিল এই বছরের এমির আসরে পুরস্কার জিতলে এক লাখ মার্কিন ডলার অনুদান হিসেবে দেয়া হবে ‘নো কিড হাংরি’ নামে এক সংগঠনকে। করোনা সঙ্কটের কারণে দুর্দশায় থাকা শিশুদের ক্ষুধা নিবারণের কাজে নিযুক্ত এই স্বেচ্ছাসেবী সংগঠন।

প্রথম সারির বিভাগগুলোর বিজয়ী তালিকা
ড্রামা সিরিজ : সাকসেশন
কমেডি সিরিজ : শিটস ক্রিক
লিমিটেড সিরিজ : ওয়াচমেন
অভিনেতা (ড্রামা সিরিজ) : জেরেমি স্ট্রং (সাকসেশন)
অভিনেতা (কমেডি সিরিজ) : ইউজিন লেভি (শিটস ক্রিক)
অভিনেতা (লিমিটেড সিরিজ/মুভি) : মার্ক রাফেলো (আই নো দিস মাচ ইজ ট্রু)
অভিনেত্রী (ড্রামা সিরিজ) : জেন্ডায়া (ইউফোরিয়া)
অভিনেত্রী (কমেডি সিরিজ) : ক্যাথেরিন ওহারা (শিটস ক্রিক)
অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি) : রেজিনা কিং (ওয়াচমেন)
পার্শ্ব অভিনেতা (ড্রামা সিরিজ) : বিলি ক্রুুডুপ (দ্য মর্নিং শো)
পার্শ্ব অভিনেতা (কমেডি সিরিজ) : ড্যানিয়েল লেভি (শিটস ক্রিক)
পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ) : ইয়াহিয়া আবদুল-মতিন দ্বিতীয় (ওয়াচমেন)
পার্শ্ব অভিনেত্রী (ড্রামা সিরিজ) : জুলিয়া গার্নার (অজার্ক)
পার্শ্ব অভিনেত্রী (কমেডি সিরিজ) : অ্যানি মারফি (শিটস ক্রিক)
পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ) : উজু আদুবা (মিসেস আমেরিকা)
পরিচালক (ড্রামা সিরিজ) : আন্ড্রি পারেখ (সাকসেশন)
পরিচালক (কমেডি সিরিজ) : অ্যান্ড্রু সিভিডিনো ও ড্যানিয়েল লেভি (শিটস ক্রিক)
পরিচালক (লিমিটেড সিরিজ) : মারিয়া শ্রেডার (আন-অর্থোডক্স)
চিত্রনাট্যকার (ড্রামা সিরিজ) : জেসি আর্মস্ট্রং (সাকসেশন)
চিত্রনাট্যকার (কমেডি সিরিজ) : ড্যানিয়েল লেভি (শিটস ক্রিক)
চিত্রনাট্যকার (লিমিটেড সিরিজ/মুভি/ড্রামাটিক স্পেশাল) : ডেমন লিন্ডেলফ ও কর্ড জেফারসন (ওয়াচমেন)
প্রতিযোগিতামূলক অনুষ্ঠান : রুপলস ড্র্যাগ রেস (ভিএইচওয়ান)
ভ্যারাইটি টক সিরিজ : লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার (এইচবিও)
গভর্নরস অ্যাওয়ার্ড : টাইলার পেরি ও দ্য পেরি ফাউন্ডেশন

 


আরো সংবাদ



premium cement