২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বঙ্গবন্ধুকে নিয়ে ‘আমার বাবার নাম’

-

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন প্রযোজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমার বাবার নাম’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়ে গেল গত শনিবার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস, বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ। প্রিমিয়ারের শুরুতেই অর্থাৎ বিকেল ৪টায় মুজিববর্ষ সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। সামা মেহজাবিন রিনতির অনবদ্য উপস্থাপনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিটিভির জেনারেল ম্যানেজার নাসির মাহমুদ। প্রধান অতিথি ড. আহমদ কায়কাউস বলেন, ‘বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশের সংস্কৃতির সূতিকাগার। এখনো বাংলাদেশ টেলিভিশন নীরবে কাজ করে যাচ্ছে। আরো সরব হওয়া দরকার। আর আমার বাবার নামের কারণে তারকাদের মধ্যে আসতে পেরেছি, এটাও অনেক ভালোলাগা। আমার বাবার নামের মতো আরো অনেক ভালো ভালো কাজের মধ্যদিয়ে বিটিভি আগের জায়গায় নয় বরং আরো বেগবান হবে। অবশ্যই ধন্যবাদ আমাকে এমন একটি চলচ্চিত্র উপভোগ করতে নিমন্ত্রণ করার জন্য।’ অনুষ্ঠানের সভাপতি এস এম হারুন রশীদ বলেন, ‘আমার সৌভাগ্য যে, আমি সরাসরি বঙ্গবন্ধুকে দেখেছি এবং সরাসরি তার বক্তব্য শুনেছি। বঙ্গবন্ধু বাঙালিকে স্বপ্ন দেখিয়েছেন, বাঙালিকে সাহসী হতে শিখিয়েছেন। এটা এক বিরাট ব্যাপার যে, প্রতিশোধপরায়ণতা মুক্ত বাঙালি জাতিকে বঙ্গবন্ধু যোদ্ধা করে গড়ে তুলেছিলেন। সশস্ত্র মুক্তিযুদ্ধ করার জন্য যোদ্ধা হিসেবে গড়ে তুলেছিলেন এবং যুদ্ধ শেষে সেই স্বাধীন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দিয়েছেন এবং সেই অগ্রযাত্রাকে একটি কাক্সিক্ষত লক্ষ্যে নিয়ে যাওয়ার আগেই ষড়যন্ত্রকারীরা তাকে বিনাশ করেছে। বঙ্গবন্ধু একটি ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা দেশের দায়িত্ব নিয়েছিলেন। তিনি বাংলাদেশকে দেখেছিলেন শত শত বছর পরের বাংলাদেশকে। আমার অনুভূতি নিয়েই আসলে আমার বাবার নাম চলচ্চিত্রটি রচনা করা।

 


আরো সংবাদ



premium cement
হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী!  আমেরিকানরা কি ধর্ম থেকে সরে যাচ্ছে? গাজায় রিজার্ভ ব্রিগেড মোতায়েন ইসরাইলের উপজেলা নির্বাচন জটিলতা ভোটাধিকারের প্রতি মর্যাদা ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের ধারাবাহিক ধারা’ অনুসরণের অভিযোগ

সকল