২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

দীপা আপুর সাথে সম্পর্কটা পারিবারিক

-

বাংলাদেশ টেলিভিশনের সাপ্তাহিক নাটক ‘স্বপ্নের নিলয়’-এ এক সাথে অভিনয় করেছেন দর্শকপ্রিয় দুই অভিনেত্রী দীপা খন্দকার ও তাহমিনা সুলতানা মৌ। গত সপ্তাহেই বাংলাদেশ টেলিভিশনে এই নাটকের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে বলে জানান দীপা ও মৌ। নাটকটি রচনা করেছেন রাহুল শামস এবং নির্মাণ করেছেন রুমা। করোনায় বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে জীবনের ঝুঁকি নিয়েও শিল্পীরা এখন অভিনয়ে বলা যায় নিয়মিতই হয়ে উঠেছেন। প্রতিনিয়ত কোনো না কোনো শুটিং হচ্ছে রাজধানীর ভেতরে ও বাইরে। সেই ধারাবাহিকতায় দীপা ও মৌ বলা যায় অনেক সতর্ক থেকেই নাটকের দৃশ্যধারণের কাজে অংশ নিচ্ছেন। নাটকটিতে দীপা অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিমের স্ত্রীর চরিত্রে এবং মৌ অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিমের বোনের চরিত্রে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘স্বপ্নের নিলয় একটি পারিবারিক গল্পের নাটক। এখন তো আসলে পরিবারকে কেন্দ্র করে খণ্ডনাটক খুব কমই নির্মিত হয়। সেই হিসেবে এটি সম্পূর্ণ পরিবারকে কেন্দ্র করেই একটি নাটক। গল্পটা আমার কাছে ভালো লেগেছে। যেহেতু বিটিভিতেই কাজটি হয়েছে। সে কারণে অনেক সতর্কতার মধ্য দিয়ে আমরা অনেক আরাম করেই কাজটি করেছি। আশা করছি ভালো লাগবে দর্শকের।’ মৌ বলেন, ‘দীপা আপুর সাথে আমার সম্পর্কটা পারিবারিক। নাটকে দীপা আপু থাকলে সময়টা বেশ ভালো কাটে। কাজের ফাঁকে ফাঁকে গল্প আড্ডাতেও সময় চলে যায়। স্বপ্নের নিলয় চমৎকার গল্পের একটি নাটক। যে গল্পে বাবা-মা, ভাই-বোন, নাতি-নাতনী চরিত্রগুলো আছে। যা সাধারণত এখন দেখাই যায় না। যে কারণে নাটকটিতে অভিনয় করে বেশ আনন্দ পেয়েছি। আরেটি বিশেষ কথা বলতেই হয়, নাটকের সেটটি অনেক সুন্দর ছিল। আশা করছি দর্শকেরও ভালো লাগবে নাটকটি।’ জানা যায়, শিগগিরই সাপ্তাহিক নাটক হিসেবে বিটিভিতে নাটকটি প্রচার হবে। এ দিকে দীপা খন্দকার গতকাল দুপুরে রাজধানীর উত্তরায় গণপূর্ত মন্ত্রণালয়ের একটি কাজে অংশ নেন। আগামী ২২ সেপ্টেম্বরও তিনি ‘করোনায় পারিবারিক সমঝোতা’ শীর্ষক একটি তথ্যচিত্রে কাজ করবেন। দীপা জানান, করোনার কারণে একটু বেশিই সতর্কতা অবলম্বন করে কাজ করতে হচ্ছে। তবে অনেক বেশি কাজ করছেন না তিনি।


আরো সংবাদ



premium cement