১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

রন্টি দাসের ‘মুজিব বাংলাদেশ’

-

একটি রিয়েলিটি শোর মধ্য দিয়ে পেশাগতভাবে সঙ্গীতে তার যাত্রা শুরু হলেও পেশাগত জীবনের শুরুতেই তিনি তার একেবারেই ভিন্ন কণ্ঠ দিয়ে শ্রোতা দর্শককে মুগ্ধ করেছিলেন। দেবাশীষ বিশ^াস পরিচালিত ‘শুভ বিবাহ’ সিনেমায় কবির বকুলের লেখা ও শওকত আলী ইমনের সুর সঙ্গীতে ‘হৃদয় যেখানে চাইছে হারাতে’ গানটি দিয়েই সারা বাংলাদেশের গানপ্রেমী শ্রোতা দর্শকের মধ্যে ভীষণ সাড়া ফেলেছিলেন রন্টি দাস। যে কারণে পরবর্তীতে সঙ্গীত ভুবনে পেশাগতভাবে তার চলার পথটার খুব বেশি সংগ্রামের ছিল না। রন্টির গানের আলাদা কদর যেমন রয়েছে শ্রোতা দর্শকের কাছে, ঠিক তেমনি কদর আছে তার প্রিয় সহকর্মীদের কাছেও। যে কারণে রন্টি তার সমসাময়িক সঙ্গীতশিল্পীদের চেয়ে একটু আলাদা। সব সময়ই ভালো কথার, ভালো সুরের গানের প্রতি ছিল তার দুর্নিবার আকর্ষণ। তবে সঙ্গীত জীবনের পথচলায় এবার রন্টি দাস নিজেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি গান লিখেছেন। মুজিববর্ষের শুরুতেই এই গানটি যদিও প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে সেই গানটি প্রকাশও পিছিয়ে যায়। গানের শিরোনাম ‘মুজিব বাংলাদেশ’। গানটির সুর করেছেন রন্টি দাসেরই স্বামী সাইদ রহমান এবং সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে আজব কারিগর।


আরো সংবাদ



premium cement