২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বাবলীর কণ্ঠে ‘শ্যাম কালিয়া’

-

বাবার কাছেই গানের হাতেখড়ি বাবলী আক্তারের। তার বাবা ওস্তাদ মাস্টার বাবু। বাবার আদর্শকে বুকে লালন করেই মেয়ে বাবলীও তাই নিজেকে একজন সঙ্গীতশিল্পী হিসেবে গড়ে তুলেছেন। এরই মধ্যে বেশ কিছু মৌলিক গানও প্রকাশিত হয়েছে তার। তবে গেল এবারই প্রথম ফোক ঘরানার মৌলিক গান প্রকাশ পেল তার কণ্ঠে। তার গানের নাম ‘শ্যাম কালিয়া’। গানটি লিখেছেন, সুর করেছেন এবং সঙ্গীতায়োজন করেছেন অনিক শাহান। গানটি প্রসঙ্গে বাবলী বলেন, ‘সত্যি বলতে কী, লকডাউনের দিনগুলোতে শিল্পীদের মৌলিক গান নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছিল। তার আগে থেকেই আমি আমার নিজের মৌলিক গান প্রকাশের দিকে বেশ মনোযোগী ছিলাম। এটা সত্যি একজন শিল্পীর মৌলিক গান থাকাটা ভীষণ জরুরি। তা না হলে নিজেকে শিল্পী হিসেবে পরিচয় করিয়ে দেয়ার কোনো কৃতিত্ব থাকে না। এর মধ্যে আমার বেশ কিছু মৌলিক গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। শ্যাম কালিয়া ফোক ঘরানার আমার প্রথম মৌলিক গান। গানটির কথা সুর শ্রোতা দর্শকের ভালোলাগবে আশা করছি। এরই মধ্যে গানটি প্রকাশের পর থেকেও অবশ্য বেশ ভালো সাড়া পাচ্ছি। আগামী দিনে আরো ভালো ভালো গান শ্রোতা দর্শককে উপহার দেয়ার দৃঢ় আশাবাদী। আর আমার বাবার প্রতি বিশেষত কৃতজ্ঞ, কারণ তিনিই আমাকে মূলত শিল্পী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছেন।’
বাবলী জানান, তার মা আনোয়ারা বেগমেরও গানের ব্যাপারে সাপোর্ট ছিল। তার দুই ভাইবোন মামুন এবং আজমিও তার গানের ব্যাপারে অনুপ্রেরণা দেন। বাবলীর একমাত্র মেয়ে মালিহাই তার পুরো পৃথিবী। বাবার কাছে গানে হাতেখড়ি এবং কিছুদিন তালিম নিলেও পরবর্তীতে মো: দুলালের কাছে টানান পাঁচ-ছয় বছরেরও বেশি গানে তালিম নিয়েছেন। বাবলী স্টেজ শোতে বেশ নিয়মিত। ঢাকা এবং ঢাকার বাইরে নিয়মিত স্টেজ শোতে ব্যস্ত থাকেন তিনি। তার প্রথম মৌলিক গান ছিল ‘তোমায় আমি ভালোবাসি’। গানটি লিখেছিলেন আহমেদ রিজভী এবং সুর করেছিলেন নাজির মাহমুদ। এতে তার সহশিল্পী ছিলেন কাজী শুভ। পরবর্তীতে প্রতীক হাসানের সুরে ‘তোর নামে গল্প’, কাভার সং ‘শ্যামরে তোমার সনে’, অনিকের লেখা ও সুরে ‘আমি তোরই হতে চাই’সহ আরো বেশ কিছু গানে কণ্ঠ দেন যা ইউটিউবে প্রকাশিত আছে। বাবলীর প্রিয় সঙ্গীতশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন।


আরো সংবাদ



premium cement