২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আসছে সেই অবন্তী সিঁথির ‘চোখে চোখে কথা হোক’

-

অবন্তী সিঁথি, সারেগামাপা-খ্যাত সঙ্গীতশিল্পী। বিশেষত সিঁথি গানের সাথে শিস বাজানোর জন্য বিখ্যাত তিনি। সেই অবন্তী সিঁথির নতুন গান ইউটিউবে প্রকাশিত হয়েছে গতকাল। তার এবারের গানের নাম ‘চোখে চোখে কথা হোক’। গানটি লিখেছেন গুণী গীতিকবি জামাল হোসেন। গানটির সুর সঙ্গীত করেছেন মুহিন খান। গেলো ২৭ জুলাই রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। অবন্তী সিঁথি বিশ^াস করেন, নতুন গানটির জন্য তিনি বেশ সাড়া পাবেন। নতুন গানটি প্রসঙ্গে সিঁথি বলেন, ‘এবারই প্রথম শ্রদ্ধেয় জামাল হোসেন ভাইয়ের কথায় গান করেছি। গানটার কথা এককথায় অসাধারণ। আমার কাছে খুবই ভালো লেগেছে। মুহিন ভাইও চমৎকার সুর, সঙ্গীতায়োজন করেছেন। সব মিলিয়ে একটি সুন্দর গান হয়েছে। গানটি এরই মধ্যে প্রকাশিত হয়েছে। প্রকাশ হওয়ার পর গানটি নিয়ে আমার আশা বেড়ে যাচ্ছে। সত্যি বলতে কী, শ্রোতারা ভালো কথার গান, মন ছুঁয়ে যাওয়ার মতো গান এখনো শুনতে আগ্রহী। চোখে চোখে কথা হোক ঠিক তেমনি একটি গান। আমার মনে হয় এই গানটির স্থায়ীত্ব হবে দীর্ঘদিন।’ জামাল হোসেন বলেন, ‘গানের কথা যখন লিখেছি তখনই ইচ্ছে ছিল গানটি সিঁথিকে দিয়ে গাওয়ানোর। মুহিন অনেক যতœ নিয়ে কাজ করে। তার কাজের প্রতি আমার আস্থা আছে। চোখে চোখে কথা হোক গানটিতে অবন্তী সিঁথির গায়কী বেশ চমৎকার। আশা করি সবারই ভালো লাগবে।’ জামালপুরের পালপাড়ার মেয়ে অবন্তী সিঁথির গানে হাতেখড়ি জামালপুরের সুশান্ত দেব কানুর কাছে। বর্তমানে তিনি সুজিত মোস্তফা ও রথিজিৎ ভট্টাচার্য্যরে কাছে নিয়মিত গানে তালিম নিচ্ছেন। অবন্তীর বাবা অজিতকুমার দেব, মা দীপ্তি রানী দে। তিন বোনের মধ্যে তিনি মেজ। তার বড় বোন সেতু ও ছোট বোন স্মৃতি। ২৩ নভেম্বর জন্ম নেয়া অবন্তী সিঁথি জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় থেকে রসায়ন বিভাগ থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন। ২০১৮ সালে কলকাতার সঙ্গীত-বিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপাতে অংশ নেয়ার আগেই তার প্রথম মৌলিক গান প্রকাশিত হয় ২০১৪ সালে। প্রথম গানটি ছিল ‘তোমার জন্য’। এটি লিখেছিলেন সুহৃদ সুফিয়ান, সুর সঙ্গীত করেছিলেন সজীব দাস। পরবর্তীতে অবন্তী সিঁথির ‘জলকণা’, ‘নোনাজল’, ‘শুভ কামনা’ গান প্রকাশিত হয়। সারেগামাপাতে তিনি ১৪তম হয়েছিলেন। সারেগামাপা থেকে দেশে ফিরে তার প্রথম মৌলিক গান ছিল ‘তুমি বৃষ্টি ভালোবাসো’। এটি লিখেছেন, সুর সঙ্গীত করেছেন গৌতম ঘোষাল। পরবর্তীতে ‘রবীন্দ্রনাথ হাসছিল দেয়ালে’, ‘আলোয় আলোয়’, ‘আরেকটু পুর’, ‘মনের ডায়েরি’, ‘ভালোবেসেই দেখোনা’সহ আরো বেশ কিছু গানে কণ্ঠ দেন। তবে অবন্তী সিঁথির এখনো সিনেমার গানে কণ্ঠ দেয়া হয়ে ওঠেনি। অবন্তী সিঁথির প্রিয় সঙ্গীতশিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, অ্যান্ড্র্রু কিশোর, কুমার বিশ^জিৎ, হাবিব ও মিনার।
ছবি : আলিফ হোসেন রিফাত


আরো সংবাদ



premium cement
ফর্মে ফিরলেন শান্ত জামায়াতের ৫ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ যুবলীগ কর্মীদের, নিন্দা গোলাম পরওয়ারের চায়ের সাথে চেতনানাশক খাইয়ে স্বর্ণালঙ্কার চুরি ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল সেহেলী সাবরীন চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম

সকল