২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

আত্মজৈবনিক উপন্যাস এবং পুতুলকথন নিয়ে ব্যস্ত পুতুল

-

একদম পুরোপুরিই ঘরবন্দী সময় কাটাচ্ছেন এই সময়ের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী পুতুল। তবে ঘরবন্দী এই সময়টাকেই নিজের জীবনের অন্যতম দুটি গুরুত্বপূর্ণ কাজেই ব্যয় করার চেষ্টা করছেন তিনি। সময়ের ব্যাপারে দারুণ সচেতন এবং হিসেবি পুতুল তাই তার ঘরবন্দী এই সময়ের মধ্যেই শুরু করেছেন নিজের আত্মজৈবনিক উপন্যাস লেকার কাজ। পুতুল বলেন, ‘আত্মজৈবনিক উপন্যাস লিখছি। বিস্তৃত একে ক্যানভাসে তুলি বসিয়েছি। এবার নিপুণভাবে তাকে এঁকে যাওয়ার পালা। পূর্ণ মনোযোগ এবং ধ্যানমগ্নতা দরকার হয় এ ধরনের কাজে। তাই পুরো সময়টা কাজে লাগানোর চেষ্টা করছি। নিজের আত্মজীবনী লিখতে গিয়ে নতুন আমাকে, নতুন পৃথিবী আবিষ্কার করছি।’ এদিকে ঘরবন্দী এই সময়ের মধ্যেই পুতুল তার নিজের ইউটিউব চ্যানেল নিয়েও কাজ করছেন। তিনি তার ইউটিউব চ্যানেলের নাম দিয়েছেন ‘পুতুল কথন’। পুতুল বলেন, ‘এই চ্যানেলটায় আমার কোনো গান থাকবে না। থাকবে যাপিত জীবন আর জীবনধারার আদ্যোপান্ত। মানে এটা ব্যক্তিগত ব্লগ চ্যানেল। মেয়েদের ভাবনা মেয়েদের জীবন যাপন নিয়ে আমার ভাবনা বিনিময় করব। আর নতুন গানের প্রস্তুতি নিয়ে বসে আছি। পরিস্থিতি ভালো হলেই স্টুডিওতে ঢুুকব পুতুলগান বানাতে। আর বেশ কিছু গানের কথা চূড়ান্ত হয়ে আছে। সহসায় ওই গানগুলোতে কণ্ঠ দেবো।’ সর্বশেষ ‘আরেক জনম চাই’ গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন শেখ নজরুল, সুর করেছেন ফিদেল নাইম, সঙ্গীতায়োজন করেছেন ওয়াহেদ শাহীন। পুতুল জানান, আগামী কিছুদিনের মধ্যেই তার ইউটিউব চ্যানেলটি প্রকাশ পাবে। এদিকে আজ পুতুলের জন্মদিন। তবে জন্মদিন নিয়ে কোনোই পরিকল্পনাই নেই তার। শুধু সবার কাছে দোয়া চান পুতুল। জন্মদিনের পুরোটা সময়ই তিনি তার বাবা-মায়ের সাথেই কাটাবেন বলে জানান। পুতুল করোনা নিয়েও নিজেই একটি গান লিখেছেন, সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন। গানটির শিরোনাম হলো ‘মৃত্যুগন্ধ উবে গিয়ে আসবে নাকে জীবন ঘ্রাণ’।


আরো সংবাদ



premium cement